আসসালামু আলাইকুম!
আশা করি আল্লাহ্ তায়ালা আপনাদের ভাল রেখেছে।
আমি মোঃ সুপ্ত সরকার আপনাদের সামনে হাজির হলাম।
আজ আমি একটা পোস্টার তৈরী করার চেস্টা করব,
আর এর মাধ্যমে আপনাদের পোস্টার তৈরী করার জন্য
কিছু ব্যাসিকস শিখিয়ে দিতে চেস্টা করব।
এজন্য,,আপনি যে দলের পোস্টার বানাবেন তাদের কেন্দ্রীয়
নেতৃবৃন্দের ছবি থাকতে হবে। আর পোস্টার এ যার যার ছবি
এড হবে তাদের ছবি আগে থেকেই তৈরী করে রাখুন। কারন
এইখানে পোস্টার বানানো শেখানো হবে কিন্ত ছবি তৈরী করা না।
আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে টপিক নির্ধারণ করা
কারন আপনি কি বিষয়ে পোস্ট করবেন, সেটা না জানলে
পোস্টার তৈরী করবেন কিভাবে? তাই এগুলি মাথায় রাখুন।
আর আপনাকে Picsart এর ভাল স্টাইলের কিছু ফন্ট থাকতে
হবে। আর আপনার দলীয় কিছু ব্যানার থাকতে হবে যেগুলো
ভাল মানের গ্রাফিক্স সম্পন্ন হলে ভাল।
[বিঃদ্রঃ আমি ছাত্রদল এর পোস্টার বানিয়েছি! তাই বলে কেও
মাইন্ড এ নিয়েন না। আমি জাস্ট কিভাবে করতে হয় ব্যাসিক্স টা
ধরিয়ে দিচ্ছি]
তো চলুন শুরু করি!
প্রথমে Picsart ওপেন করুন।
[ এটা প্রায় সবার কাছেই আছে তাই লিংক দিলাম না]
চিত্রঃ ১
=>
তারপর আপনি Draw তে ক্লিক করুন।
চিত্রঃ২
=>
তারপর চিত্রে দেখানো অনুযায়ী সাইজ নির্ধারণ করে সরাসরি
Draw তে চলে আসুন।
=>
তারপর আপনি এই পেজটার Opacity কমিয়ে ৯০% করে দিন।
চিত্রঃ ৪
=> তারপর একটা জলছাপ এড করব আমরা। এজন্য আপনি
Add Photo তে ক্লিক করে গ্যালারি সিলেক্ট করে একটা এমন
ছবি আনুন যেটা ব্যানার হিসেবে ব্যাবহার করা যাবে।
[আমি এইখানে শহীদ জিয়ার ছবি ওয়ালা ব্যাবহার
করেছি। তারপর আপনি এটার Opacity কমিয়ে জলছাপ করে দিন
চিত্রঃ ৫
=>
তারপর আবার Add Photo তে ক্লিক করে দলের কেন্দ্রীয়
নেতৃবৃন্দের ছবি পোস্টার এর কোনায় ছোট করে এড করে দিন।
তারপর আমরা কিছু দলীয় ডায়ালগ লিখব,,এজন্য Add text এ
ক্লিক করুন।
চিত্রঃ ৬
=>
তারপর আপনার দলের কিছু ফেভারিট ডায়ালগ সুবিধাজনক
স্থানে সেট করুন।
[ এইটা ছাত্রদলের ডায়ালগ,,আপনি ছাত্রলীগ বা আওয়ামীলীগ হলে,,জয় বাংলা,,,,,জয় বঙ্গবন্ধু। ইত্যাদি দিতে পারেন।]
চিত্রঃ ৭
=>
তারপর আবার Add Text এ ক্লিক করে আপনার পছন্দমত
লেখা এড করুন বিভিন্ন স্টাইলে,,,,।
[স্টাইল কিভাবে করবেন এটাতো বলে দেয়ার প্রয়োজন আছে
কি? কারন Stroke, Shadoe,,,,,etc তো সবাই বুঝে]
চিত্রঃ ৮
=>
তারপর আপনি একটা লাল ছবি এড করবেন, পোস্টারের নিচে
এড করার জন্য। এজন্য আপনি আপনার দলীয় পতাকা ক্রপ
করে ব্যাবহার করতে পারেন কারন প্রায় সব দলীয় পতাকাতেই
লাল রঙ বিদ্যমান। এড করে নিচের দিকে স্থাপন করে দিন
চিত্রের মত। তারপর আপনার দলীয় লোগো ওই লাল রঙ এ এড
চিত্রঃ ৯
=>
তারপর পুরো ছবিটাই বর্ডারিং করে দিন ঠিক চিত্রের মত।
[বিঃদ্রঃ আপনারা চাইলে অন্য রঙ ব্যাবহার করতে পারেন, তবে
পোস্টার কি কালার বা কি ডিজাইন হবে তার সাথে সামাঞ্জস্যতা
রেখে দিলেই পোস্টারের সৌন্দর্য বৃদ্ধি পাবে]
চিত্রঃ ১০
এবার সেভ দিয়ে দিন। দেখুন আমাদের পোস্টার তৈরী করা হয়ে
গেছে।
লক্ষ্য রাখুনঃ
তা আপনাকেই বিচার করতে হবে।
যেমনঃ বিজয়ের পোস্টার বানাতে চাইলে আপনাকে অবশ্যই স্মৃতিসৌধ থাকতে হবে বা শোক দিবসের পোস্টার বানালে রক্তের ছাপ থাকতে হবে বা শোক বেজ থাকতে হবে ইত্যাদি।
এজন্য আপনি Google,এর সাহায্য নিতে পারেন। মনে করেন আপনি JCD এর লোগো খোজবেন! তো আপনি সার্চ করবেন এভাবেঃJCD logo Background:Null
Thank You…………….. ?
পোস্ট ভাল না লাগলে কোনদিক থেকে কমতি আছে তা উল্লেখ করুন। আর ভাল হলে উৎসাহ দিন।
আমার ফেসবুক আইডি চাহিয়া কেহ ফালাফালি করবেন না।