Site icon Trickbd.com

(No Root) [ফন্টস্টাইল] Ridmik Keyboard এর Background তো চেঞ্জ করলেন, চলুন আজ ফন্ট চেঞ্জ করি,

Unnamed

আসসালামুআলাইকুম

কেমন আছেন সবাই?
আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন।
আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি।

আমরা সবাই Ridmik Keyboard ইউজ করি,
এতোদিনতো সুদু কিবোর্ড এর Background চেঞ্জ করেচেন,,
তো চলুন আজ রিদ্মিক কিবোর্ড এর ফন্ট চেঞ্জ করি।

Root থাকলে মোবাইলের ফন্ট চেঞ্জ করা জাই, তাই কিবোর্ড ও চেঞ্জ হয়, কিন্তু Unroot মোবাইলে ফন্ট চেঞ্জ হয় না,, এটা তাদের জন্য।।

এর জন্য আমাদের যা লাগবে

Apk Editor
Ridmik keyboard

আশা করি সবার Apk editor আছে, না থাকলে Play Store থেকে ইন্সটল করে নিবেন।।

1 এবার আপনার Apk Editor ওপেন করুন,,

2 Selecte Apk From App এ ক্লিক করুন।।

3 Ridmik keybord সিলেক্ট করুন।।
(আমি আমার রিদ্মিক কিবোর্ড Edit করে BS Keyboard নাম দিছি, তাই BS Keyboard সিলেক্ট করছি)

4 এবার Simple Edit এ ক্লিক করুন।

4 এবার Assets এ ক্লিক করুন।

5 Fonts এ ক্লিক করুন

6 Ridmik এর পাশে “চিত্রে দেখানো জাইগাই” ক্লিক করুন।।

7 এবার আপনি যেই ফন্ট ইউজ করতে চান, সেটা সিলেক্ট করুন।।

[আমি আমার এই ফন্ট PicsArt থেকে নিচি, আপনি চাইলে PicsArt থেকে নিতে পারেন, অথবা গুগল থেকে ডাউনলোড করে নিন ]

8 এবার Save এ ক্লিক করুন।।

9 আগেরটা আনইন্সটল (Remove) করে,, এটা ইন্সটল করে নিন,,

10 এবার দেখুন আপনার ফন্ট চেঞ্জ হয়ে গেছে।।

(আপনি যেই ফন্ট রিপ্লেস করেছেন সেটা বাংলা সাপোর্ট হতে হবে নয়লে, বাংলা দেখা যাবে না, কিন্তু অভ্র দিয়ে লিখতে পারবেন)

বাংলা এমন দেখা যাবে, যদি সাপোর্ট না করে ⬇⬇

বুজতে অসুবিধা হলে কমেন্ট করুন,,

কিছু ফন্ট দিলাম, ডাউনলোড করে নিতে পারেন।।

font for Ridmik

ধন্যবাদ

Exit mobile version