Site icon Trickbd.com

অনাকাঙ্ক্ষিত ফোন আসা/ ইভটিজারদের ইচ্ছামত শাস্তি দিন,,, মাত্র একটু বুদ্ধির জোরে,,,,,,

Unnamed

আগেই বলে রাখি এই পোস্ট টা এর আগে করা হইছে আর সেটা আমিই করেছি! কিন্ত নতুন ট্রেইনার তো,, আর পোস্ট টা অনেক পিছনে চলে গেছে তাই আবার করলাম।

আসসালামু আলাইকুম
আশা করি ভাল আছেন।
এটা আমার ২য় পোস্ট তাই,,,, আপনাদের কাছে দোয়া চাই,,,
আজকাল অনেকসময় দেখা যায় কিছু অপরিচিত নাম্বার থেকে
ফোন আসে আর সেই ব্যাক্তি গুলি আমাদের বিরক্ত করে,,,
বিশেষ করে মেয়েদের নাম্বারে এসব প্রবনতা বেশি দেখা যায়।
আবার অনেকসময় অনেক ফোন আমাদের থ্রেট দিয়ে থাকে।
কিন্ত এসব ফোনে আমাদের মানসিক কিছুটা প্রোবলেম হয়।
তাই এ থেকে বাচার জন্য আমার এ ট্রিক,,,,।
আপনার প্রয়োজন হবে আপনার স্থানীয় র‍্যাব কন্ট্রোল রুম বা
অন্য কোনও বাহিনির উচ্চপদস্থ কারোর নাম্বার,,যে নাম্বারে ফোন
দিয়ে কেও বিরক্ত করলে তার ১২ টা বেজে যাবে বলে আপনি
মনে করেন।
তো মুল কথায় আসি!
আমরা ইতিমধ্যে অনেকেই ব্যাস্ত ফোনকে বন্ধ ফোনে ট্রান্সফার
করতে শিখেছি! মুলত এই ট্রিকটাও তেমনি! তো প্রথমে আপনি
আপনার ফোনের সেটিং এ যান!

তারপর কল সেটিং এ যান

তারপর যে সিমে ফোন দিয়ে ডিস্টার্ব করে সেটা সিলেক্ট করুন।

তারপর কল ফরওয়ার্ডিং সিলেক্ট করুন।

তারপর Always Forwarding সিলেক্ট করুন।

তারপর আপনি নাম্বারের জায়গায় ওই র‍্যাব কন্ট্রোল রুমের
নাম্বার দিন আর Turn On করে দিন।

[বিঃদ্রঃ চিত্রের নাম্বারটা সম্পুর্ন কাল্পনিক,,,র‍্যাব কন্ট্রোল রুমের নাম্বার আপনাকে কালেকশন করতে হবে।]
এর মানে হচ্ছে আপনাকে কেও কল দিলে ওই কল আপনার ফোনে না এসে ওই র‍্যাবের ফোনে চলে যাবে।
এখন ভাবতে পারেন যে এতে কিভাবে কি হবে?
সবুর করুন বলছি!
আপনি যদি মেয়ে হোন তাহলে ডিস্টার্ব করা নাম্বারে ফোন দিয়ে
বলবেন যে এতটার সময় আমাকে ফোন দেবেন কথা আছে,,,
এইখানে যতটার সময় বলবেন তার ঠিক ৫-১০ মিনিট আগে
এই সিস্টেম টা করে রাখবেন। যখন ও ফোন দিয়ে রসের আলাপ
করা শুরু করবে তখনই বুঝবে ঠ্যালা।
আর আপনি ছেলে হলে আপনি এই সিস্টেম টা করে রেখে ওই
ডিস্টার্ব করা নাম্বারে ফোন দিয়ে এক মিনিট কোনও কথা না
শুনে ধুমচে একটু বকে দিন। এমন বকা দেবেন যাতে ওর মাথা
নস্ট হয়ে যায়। বকে ফোন কেটে দিন। ও নিশ্চয়ই ফোন ব্যাক করে আপনাকে বকা ফেরত দিতে চাইবে,,,যখনই বকা শুরু
করবে তখন ওই বকা শুনবে র‍্যাবের ওই লোকে,,,, আর ওর
ওবস্থা কি হবে আপনিই ভাবুন।
এইখানে আসলে ছেলে মেয়ে ব্যাপারটা কিছুই না।
আপনাকে এমন কাজ করতে হবে যাতে ওই লোকটা ফোন দিয়ে
নিয়ম বহিঃর্ভুত কথা বলা শুরু করে দেয়।আপনি যদি মনে করেন
এর চেয়ে ভাল পদ্ধতিতে ফোন ব্যাক করাতে পারবেন,,তাহলে
আপনি সেটা প্রয়োগ করতে পারেন।
অবশ্যই মনে রাখবেন যে উক্ত প্রক্রিয়াটিতে আপনার ব্যালেন্স থেকে Standard Charge অনুযায়ি চার্জ করা হবে।

ধন্যবাদ সবাই ভাল থাকবেন,, সুস্থ থাকবার চেস্টা করবেন।

ভুল পরিলক্ষিত হলে ধরিয়ে দিবেন!,,,,,,,,