Site icon Trickbd.com

আপনার ফোনের মেমরি কার্ড হাইড করুন খুব সহজে,কোন প্রকার অ্যাপ ছাড়াই।

Unnamed

♥♥ আসসালামু আলাইকুম♥♥

♥♥সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

পোস্টের বিষয়ঃ

আজকে যে ট্রিক্সটা নিয়ে আলোচনা করব।সেটা হলো আপনার ফোনের মেমরি কার্ড হাইড করুন খুব সহজে কোন প্রকার অ্যাপ ছাড়াই।

আপনার মেমরি কার্ডে আপনার অনেক পার্সোনাল কিছু থাকে যেমন gf এর পিক বা কল record ইত্যাদি।but আপনার বন্ধু বা অন্য কেউ ফোনটা নিয়েই মেমরি কার্ডে প্রবেশ করে ঘাটাঘাটি শুরু করে।

তাই মেমরি কে হাইড করে রাখুন আর নিচিন্তায় থাকুন।আপনার ফোন এ মেমরি কার্ড শো করবে না।

আগেই বলে রাখলাম আমি এই পোস্টটা ট্রিকবিডিতে খুজে দেখলাম পাইলাম না।তাই পোস্টটি করলাম তাই অযতা কেউ কপি পোস্ট কপি পোস্ট বলে চিল্লাবেন না।

যারা জানে তারা চলে চান কারণ যারা জানে না তাদের জন্য এই পোস্ট।

তো অনেক কথা বলে ফেললাম চলেন এবার কাজে আসি।নিচের।screen sort ফলো করেন।

♥♥আমরা হাইড করব মেমরি কার্ড।অথ্যাৎ SD card কে।

♥♥প্রথমে আপনি আপনার ফোনের সেটিংসে প্রবেশ করুন।তারপর আপনি Storage তে ক্লিক করেন।

♥♥তারপর আপনিSD card এ ক্লিক করেন।

♥♥তারপর দেখুন আপনার মেমরি কার্ডের সব ফোল্ডার দেখাচ্ছে আপনি সেখানে তিন ফোটা আইকনেক্লিক করেন।

♥♥তারপর দেখুন কয়েকটা ওপশন চলে আসছে আপনি সেখানেEjectএ ক্লিক করেন।

♥♥ব্যাচ হয়ে গেছে কাজ।এখন আপনি আপনার ফাইল বা মেমরি কার্ড চেক করে দেখুন হাইড হয়ে গেছে।মেমরি কার্ড শো করছে না।

মেমরি তো হাইড করলাম।এবার আনহাইড করব কিভাবে।সেটা দেখুন এবার কিভাবে আনহাইড করবেন।

♥♥আপনি যেভাবে মেমরিতে প্রবেশ করছিলেন ঠিক সেই ভাবে আবার প্রবেশ করুন।প্রথমে সেটিংসে তারপর Storage তারপর মেমরি কার্ডে।

এখন মেমরি কার্ডে প্রবেশ করতে চাইলে একটা ওপশন আসবে সেখানে আপনি MOUNT এ ক্লিক করেন।

সেখানে ক্লিক করলেই আপনার মেমরি কার্ড আনহাইড হয়ে যাবে।


কোন জায়গায় বুঝতে সমস্যা হলে কমেন্ট করেন।কেউ বাজে কমেন্ট করবেন না।সবাই ভালো থাকুন সুস্হ থাকুন এই বলে শেষ করছি।