আশা করি সবাই ভালো আছেন।
অনেকেই আছে যারা জানেনা যে Ip Address, Wifi Mac Addess, Serial Number ইত্যাদি কোথায় পাওয়া যায়।
তাই আমার আজকের পোস্ট হলো কিভাবে উক্ত তথ্যগুলো বের করবেন।
তথ্যগুলো পেতে নিচের স্ক্রিনশট গুলো দেখুন।
১.Setting এ যান।
২.About phone এ যান।
৩. Status এ ক্লিক করুন।
দেখুন এখানে।
Battery Status( আপনার ব্যাটারি চার্জ হচ্ছে কিনা)
Ip Address
Wifi Mac Address
Serial Number
Up Time(কতোক্ষন আগে আপনার ফোনটি পাওয়ার অন করা হয়েছে)
ইত্যাদি দেখতে পাবেন।
এভাবেই আপনার ফোনের অনেকগুলো তথ্য একসাথে বের করতে পারবেন।
খুব সহজ একটা বিষয় না বোঝার কিছুই নেই। তবুও
কারো বুঝতে সমস্যা হলে ভিডিওটি দেখতে পারেন↓↓↓↓↓
অনেকেই হয়তোবা ভাবছেন আবুল মার্কা পোস্ট করেছি। কিন্তু না এটা হয়তোবা অনেকের উপকারে আসতে পারে।
সবাই ভালো থাকবেন, এই আশায় আজকের পোস্ট এখানে সমাপ্ত করছি।
ধন্যবাদ।