আসসালামু অলাইকুম
আশা করি সবাই ভাল আছেন?অনেক দিন পর আজ আপনাদের সামনে হাজির হলাম।পড়াশোনা এবং পরীক্ষার কারনে পোস্ট করার সময় হয়ে উঠেনি।কিন্তু সাইটে সব সময় ভিসিট করতাম।আজ আপনাদের মাঝে এই ছোট্ট ট্রিক নিয়ে হাজির হলাম।এই ট্রিক এর মাধ্যমে বেশি র্যাম এর গেম কোন ল্যাগ ছাড়ায় খেলতে পারবেন।অথাবা Safe Mode এ নিজের ইচ্ছে অনুযায়ী অ্যাপ এবং গেম ব্যাবহার করতে পারবেন।আর হ্যা এটা 4.4.4 বা এর নিচের ভার্শন গুলোতে কাজ করবে।অন্য ভার্শনগুলোতে হবে না।।
শুরু করা যাকঃ
-
আপনি যে অ্যাপটি বা গেম ব্যবহার করার সময় র্যাম কম থাকার কারনে ল্যাগ অনুভূতি করেন, উক্ত অ্যাপ/গেম প্রথমে আপনার হোম স্ক্রিনে অ্যাড করুন।
-
হোম স্ক্রিনে আপনার ল্যাগক্রিত গেম/অ্যাপটি আনুন।
-
হোম স্ক্রিনে অ্যাপটি আনা হয়ে গেলে আপনার ফোন এর পাওয়ার বাটন চেপে ধরুন।”Power off” বাটনটি ২ সেকেন্ড যাবত ধরে থাকুন।
২ সেকেন্ড যাবত ধরে থাকার ফলে “Reboot to safe mode” অপশন চালু হয়ে যাবে। তারপর “Ok” তে চাপ দিন।
-
ফোন কিছু সময় পর Auto on হয়ে “Safe Mode” একটিভ হয়ে যাবে।
-
“Safe Mode” একটিভ থাকার সময় কোন থার্ডপার্টি অ্যাপ ব্যবহার করা যায় না।সকল থার্ডপার্টি অ্যাপ অচল অবস্থায় থাকে।
-
কিন্তু হোম স্ক্রিনে থাকা অ্যাপ সোর্টকাট ব্যবহার করে Safe Mode এ থার্ডপার্টি অ্যাপ ব্যবহার করা যায়।
-
“Safe Mode” এ প্রায় অনেক গেমই ল্যাগবিহীন ভাবে খেলা যায়।
প্রুফ
-
সাধারণত ডাটা কানেকশন অন করার সাথে সাথে বা ডাটা অফ থাকা সত্ত্বেও ফোন এর র্যাম জুরে থার্ডপার্টি অ্যাপ সচল থাকে।ফলে ৫১২ এমবি র্যাম ফোনে হাইগ্রাফিক্স গেম খেলার সময় ল্যাগ করে, কম র্যাম থাকার কারনে।কিন্তু “Safe Mode” এ সকল থার্ডপার্টি অ্যাপ অচল অবস্থায় থাকে, যার কারনে র্যাম এ স্থান নেই না এবং র্যাম ফ্রি থাকে যার ফলে কোন হাইগ্রাফিক্স গেম সহজে ল্যাগবিহীন ভাবে খেলা যায় এবং অন্য অ্যাপ সমুহ ব্যবহার করা যায়।
Most important:
- থার্ডপার্টি অ্যাপ গুলো পুনোরায় ব্যবহার করার জন্য ফোন “Reboot” অথবা “Restrart” করুন।
- সব অ্যাপ গুলো আবার আগের মত হয়ে যাবে, সকল থার্ডপার্টি অ্যাপ ব্যবহার করতে পারবেন কোন রকম সমস্যা ছাড়ায়।
মন্তব্য:
পোস্টটি সময় নিয়ে পড়ার জন্য ধন্যবাদ। পোস্ট সম্পর্কিত কোন তথ্য বা মতামতের জন্য কমেন্ট করে জানান।টেক বিষয়ে যাবতীয় কোন সমস্যার জন্য কমেন্ট করতে পারেন।
সম্পূর্ণ ক্রেডিটঃ Shaheen
Message: Shaheen
এই পোস্ট অন্য কোথাও করা হয় নিই।ট্রিকবিডিতেই প্রথম প্রকাশ।তাই আমার পোস্ট কেউ কপি করার চেষ্টা করবেন না(করাতো দূরে থাক)।যদি অন্য কোথাও পোস্ট করতে চান তাহলে আমার অনুমতি নিয়ে করবেন এবং ক্রেডিট সহ দিবেন।ধন্যবাদ।