প্রথমেই সবাইকে নতুন বছরের সশুভেচ্ছা এবং আমার সালাম ।
আসসালামু আলাইকুম ।
আজ আবারও আমি ট্রিক বিডির সকল গ্রাহকদের জন্য একটি দারুণ ট্রিক নিয়ে হাজির হলাম ।
আমরা অনেক সময় ফাইল আদান প্রধান করার সময়, দেখি অন্ন মোবাইলে Shareit নেই,
থখন আবার Bluetooth দিয়ে কম গতিতে Shareit সেন্ড করতে হয়,,
তাই আজ আমার এই ট্রিক্স,,
অনেকে হয়তো জানে,,
যারা জানেন না, এটা তাদের জন্য,,
তো চলুন শুরু করা যাক,,,
১➡ যেই মোবাইল থেকে ফাইলে সেন্ড করবেন, সেই মোবাইলের Shareit ওপেন করুন।।
২➡ এবার More এ ক্লিক করুন।
৩➡ এবার WebShare এ ক্লিক করুন।।
৪➡ এবার আপনি যেই ফাইল সেন্ড করতে চান, সেগুলা সিলেক্ট করুন,
এবং সেন্ড বাটনে ক্লিক করুন।।
৫➡ এবার এমন পেজ দেখাবে,
৬➡ এবার আপনি যেই মোবাইলে ফাইল Receive করতে চান, সেই মোবাইলের Wifi চালু করুন,,
৭➡ এবার আপনার সেন্ড করা মোবাইলের Wifi Network দেখা যাবে,
৮➡ এবার Connecte করুন।।
৯➡ এবার মোবাইলের ডিফাল্ট ব্রাউজার (Chrome) ওপেন করুন,
এবং URL বক্সে Shareit এর কোড টা টাইপ করে GO দিন।।
১০➡ এবার এমন একটি পেজ আসবে,, এবার এখানে দেখুন, আপনার সেন্ড করা ফাইলগুলো দেখা যাচ্ছে,,
এবং উপরে দেখুন Shareit এর পাশে Installe বাটন আছে, এটাই ক্লিক করে Shareit ইন্সটল করে নিতে পারবেন,,
১১➡ OK দিন,,
১২➡ এবার দেখুন আপনার ফাইল ডাউনলোড হয়ে গেছে,
বুজতে অসুবিধা হলে Comment করুন।।