বিসমিল্লাহির রাহমানির রাহিম
আশা করি টপিকের শিরোনাম দেখে অনেকটা ধারনা হয়েছে যে আমি আজ কি বিষয়ে আপনাদের সামনে তুলে ধরছি। ত…….আজ আমি আপনাদের সামনে তুলে ধরব কিভাবে আপনার ফোনের contact list কে কোন সফটয়্যার ছাড়াই ব্যাকআপ নিবেন & ডিলিট হয়ে গেলেও আবার কিভাবে ফিরিয়ে আনবেন।
অনেকেই ভিডিও দেখে কাজ করে থাকেন। তাই আমি ভিডিও তৈরি করেছে……..ভিডিও দেখুন↓↓
তা প্রথমেই দেখে নেয়া যাক কি কি লাগবে….?
1.২ টি নিজস্ব ইমেইল একাউন্ট।
ভাবছেন আমি কোন এন্ড্রোয়েডের কথা বললাম না।
এই কাজটি শুধুমাত্র এন্ডোয়েডেই করা যায়। অন্য কিছুতে হলেও আমি জানি না।
?এবার কাজে আসা যাক।?
সর্বপ্রথম আপনার ফোনের ডিফল্ট কন্টাক্টস ওপেন করুন।
তারপর আপনার ফোনের কন্টাক্টস মেনু ওপেন করুন।
এবার আপনি এখানে শুধুমাত্র ফোনের কন্টাক্ট ব্যাকাপ করতে পারবেন। তাই আগে থেকে আপনার সিমের কন্টাক্ট ফোনে নিয়ে রাখুন এই অপশন ধারা। ত এখানে ফোন সিলেক্ট করুন স্কিনশটের মতো। নেক্সট দিন।
তারপর এবার ফোন স্টোরেজ অথবা মেমোরি সিলেক্ট করুন।
এবার আপনি যে কন্টাক্টস গুলো হারিয়ে গেলেও ফিরে পেতে চান সেগুলো সিলেক্ট করুন। আমি আপনাদের দেখাতে ২ টি সিলেক্ট করলাম। confirm করুন।
এবার দেখুন 00001.vcf নামে একটি ফাইল ফোন স্টোরেজে তৈরি হয়ে গেছে।
আমরা এই ফাইলটাকে সিলেক্ট করব।
এবং শেয়ার করে মেইল করব।
এখানে দেখুন আপনাকে মেইল লিখতে বলছে। ত এখানে আপনার ২য় ইমেইল দিন যাতে আপনার এক্সেস রয়েছে & ইচ্ছামত সাবজেক্ট লিখে সেন্ড বাটন প্রেস করুন।
দেখুন আমার মোবাইলে মেইল চলে এসেছে।
এবার ওপেন করুন। ভাবতে পারেন যে মেইল টা ডিলেট হয়ে যেতে পারে। হ্যা ডিলিট হবে কিন্তু আবার ট্রাশে থেকে যাবে। তাই এটা লাইফ লং গেরান্টি। এবার এটা আপনি যেকোন সময় যতবার ইচ্ছা ডাউনলোড করতে পারবেন। আমি আপনাদের কাজ দেখাতে এখন ডাউনলোড করলাম আপনারা যখন কন্টাক্ট হারাবেন তখন ডাউনলোড করবেন।
তো এবার এটা আপনার ডাউনলোড ফাইলে চলে যাবে দেখুন আমার ডাউনলোড ফাইলে চলে এসেছে। দেখা যাক অপেন করলে কি দেখায়।
এবার আপনার কন্টাক্ট গুলো import করার পালা।চাইলে ফোনে & জিমেইলে import করতে পারেন।
দেখুন আমি ফোন সিলেক্ট করেছি এবং আমার ফোন কন্টাক্টে import হয়েছে।
এবার দেখুন আমি ২য় স্কিনশটে দেখিয়েছিলাম যে ২টা কন্টাক্ট। তা এখন ২বার করে।
এত লম্বা পোস্ট হলেও কাজটা খুবই সিম্পল। আমি সাধারনত সবকিছু বুঝিয়ে পোস্ট করা পচ্ছন্দ করি তা আমার পোস্ট দেখলেই বুঝতে পারবেন। আমি এত কস্ট করে পোস্ট করে যদি দেখি খারাফ কমেন্ট তাহলে বুঝতেই পারছেন কতটা খারাফ লাগবে। তবে আপনার কোন অসুবিধা হলে কমেন্ট বক্স ত আছেই।
আমার ইউটিউব চ্যানেলটি আপনার ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।
যেকোন প্রয়োজনে আমার ফেসবুক পেজে যোগাযোগ করুন।