Site icon Trickbd.com

এখন নিজে নিজেই আপডেট হবে আপনার এন্ড্রয়েডের সকল সফটওয়্যার। [With S.shot]

Unnamed

##আসসালামুআলাইকুম।

##সকলে আশা করি ট্রিকবিডির সাথে থেকে ভালোই আছেন।

##ভালো থাকারই কথা,প্রযুক্তি সম্পর্কিত যদি সবচেয়ে বড় প্ল্যাটফর্ম থাকে তাহলে ট্রিকবিডি তার মধ্যে অন্যতম।

##আর ট্রিকবিডির সকলের জন্য একটি কথা,যারা পোষ্টগুলা ভিউ করেন তারা ধীরে ধীরে পোষ্ট অনুযায়ী কাজ করবেন।

##অযথা বাজে কমেন্ট করে ট্রিকবিডির পরিবেশ নষ্ট না করাই ভালো বলে মনে করি।
অনেক বলে ফেললাম আসুন এখন চলে যাই মূল পোষ্টে……
#এটি খুব সহজ একটি ট্রিক,এই সিস্টেমটা অন করলে আর সফট আপডেট করতে ঝামেলা পোহাতে হবে না।
আর যারা এই ট্রিকটি জানেন তাদের জন্য এই ট্রিকটি নয়।

তো শুরু করা যাক…
#প্রথমে Settings এ যান..


#তারপর About Device এ যান..

#তারপর Software update এ যান..

#সর্বশেষ Auto update এর এখানে মার্ক করে দিন..

হয়ে গেল অটো আপডেট সিস্টেম অন।
এখন অটোমেটিক ভাবে ফোনের যে সফট গুলো আপডেট প্রয়োজন সেগুলো নিজে নিজেই আপডেট হবে অথবা আপনার অনুমতি নিয়ে আপডেট হবে।
অনেক এন্ড্রয়েডে সিস্টেমটি আগে থেকেই অন করা থাকতে পারে।
এক্ষেত্রে আপনি চাইলে সিম্টেমটি অফ ও রাখতে পারেন।
অফ রাখতে মার্ক কেটে দিন।

#পোষ্টটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর পোষ্টটি কপি করা থেকে বিরত থাকুন।
ধন্যবাদ।

@যেকোনো প্রয়োজনে ফেসবুকে যোগাযোগ করতে পারেন।

ফেসবুকে আমি

@অথবা মেইল করুন tech.shohagh@gmail.com