##সকলে আশা করি ট্রিকবিডির সাথে থেকে ভালোই আছেন।
##ভালো থাকারই কথা,প্রযুক্তি সম্পর্কিত যদি সবচেয়ে বড় প্ল্যাটফর্ম থাকে তাহলে ট্রিকবিডি তার মধ্যে অন্যতম।
##আর ট্রিকবিডির সকলের জন্য একটি কথা,যারা পোষ্টটি ভিউ করবেন তারা ধীরে ধীরে পুরো পোষ্ট ভালভাবে পোষ্ট অনুযায়ী কাজ করবেন।
##তবুও না বুঝলে কমেন্ট করতে পারেন।
##অযথা কমেন্ট করে ট্রিকবিডির পরিবেশ নষ্ট না করাই ভালো বলে মনে করি।
অনেক বলে ফেললাম আসুন এখন চলে যাই মূল পোষ্টে……
#এটি খুব সহজ একটি ট্রিক,এই সিস্টেমটা অন করলে আপনি একটি ডিসপ্লেতে দুটি আইকন দেখতে পারবেন।
এজন্য Developer অফশনটা থাকা লাগবে।
Developer অফশনটা কিভাবে অন করতে হবে সেটি নিয়ে ট্রিকবিডিতে পোষ্ট করা আছে।
এজন্য আমি পোষ্টটি আবার করলাম না।
এখন আসুন মূল ট্রিকে চলে যাই:
Proof:
#তো শুরু করা যাক…
#প্রথমে Settings এ যান..
#তারপর Developer option এ যান..
#তারপর নিচে ওখানে যান..
#তারপর None থাকবে 720X480 করে দিন..
#তারপর দেখুন নিচের মতো হয়ে গেছে..
#তারপর Home এ গিয়ে দেখুন এরকম..
##এখন আপনি যেখানে যাবেন ডিসপ্লে আইকন দুটি হয়ে যাবে উপরের মতো।
বি:দ্র: এই সিস্টেমটি অন করলে বিভিন্ন ঝামেলা পোহাতে হতে পারে।
সমস্যা দেখা দিলে আবার একই ভাবে ওখানে গিয়ে None করে দিলেই আবার সিস্টেমটি অফ হয়ে যাবে।
তো আজ আর নয় কথা হবে পরবর্তী পোষ্টে,সেই পর্যন্ত ট্রিকবিডির সাথেই থাকুন।
কারণ পোষ্টটি আমি নিজে থেকেই করছি।
সবাইকে ধন্যবাদ। @যেকোনো প্রয়োজনে ফেসবুকে যোগাযোগ করতে পারেন।