প্রিয় ট্রিকবিডি ভিসিটার আপনার কেমন আছেন?
আশা করি ভাল আছেন।
আজ আপনাদের সামনে ছোট্র একটা টিপস নিয়ে হাজির হয়েছি।
আমরা সবাই কম-বেশি mx player ব্যবহার করি।
কিন্তু দেখা যায় যে এ প্লেয়ারে ডাটা বা হাই কোয়ালিটি গান প্লে করলে স্লো হয়ে যায় এবং উপরের দুটো অপশনের ২ য় টা সিলেক্ট করতে হয়।
আজ দেখাব কোনো ঝামেলা ছাড়া mx player এ ডাটা গান প্লে করা,স্লো হবে না।
যাদের কম এম্বির র্যাম তাদের জন্য বেশি উপকারী।
বেশি এম্বি র্যামেও এ সমস্যা হয়।
নিচের স্কীনসট গুলি ফলো করুনঃ
দেখুন প্রথমে mx player ওপেন করি
যাদের নাই তারা play store থেকে mx player লিখে ইনিস্টল দিন
আমি একটা HD গান ওপেন করলাম
দেখুন স্লো হয়ে গেছে কম কাজ করছে
অনেকে যানে আবার অনেকে যানে না
স্লো হলে উপরে ক্লিক করে ২য় টা ক্লিক করতে হয়
ফলে বার বার ঝামেলা হয়
দেখুন আর বার বার এটা করতে হবে না!
উপরে ডানে তিন ফোটাতে ক্লিক দিন
Tools এ যান
Setting এ যান তার পর
তার পর এখানে ক্লিক দিন
এটা অন করে দিন
এ রকম
দেখুন হয়ে গেছে
আর স্লো হবে না এবং ঝামেলা পোহাতে হবে না
এখন গান প্লে করলে আপনা আপনি ২য় টাতে চলে যাবে এবং স্লো হবে না।