আশা করি সবাই ভালো আছেন
বর্তমান যুগ তথ্য প্রযুক্তির। এই যুগে এনড্রয়েড স্মার্টফোন।
ব্যাবহার করে না এমন মানুষ খুব কম আছে।
তাই আপনাদের জন্য ছোট একটি টিপস নিয়ে হাজির হলাম।
সেটা হলো মোবাইলের উপর কখন বেশি চাপ পরে তা জানার উপায়, তাউ আবার কোনো এপস ছাড়াই,
তো শুরু করা যাক,
প্রথমে আপনি আপনার ফোনের সেটিং এ যান।
তারপর Devoloper option এ যান।
এখানে ছবির দেখানো জায়গায় ক্লিক করুন।
ব্যাস কাজ শেষ। যখন যখন আপনার মোবাইলের অপর বেশি চাপ পরবে। তখন স্ক্রিনের চারপাশে লাল রঙের দাগ দেখাবে।
আজ এইটুকুই অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে পোস্ট করবো।
ততদিন ভালো থাকবেন।