আসসালামু আলাইকুম বন্ধুরা।
কেমন আছেন সবাই।
আজ আমি আপনাদের মাঝে যে অ্যাপ টির কথা বলছি এটি গুগুলের একটি চমৎকার অ্যাপ। যদিও অ্যাপ টি এখনো বাংলাদেশে চালু হয়নি কিন্তু এই পোস্টের মাধ্যমে আমরা কোন রকমের ভিপিন ডাউনলোড করা ছাড়াই অ্যাপ টি Enable করতে পারব।
তো বন্ধুরা চলুন আমরা ধাপে ধাপে কাজটি শুরু করি।
এই অ্যাপ টি আপনার মোবাইলে এনাবল করতে হলে আপনার মোবাইলের ভার্সন ললিপপ, নুগাট, মার্শালো হতে হবে। যদি এই ভার্সনের ফোন আপনার না হয় তাহলে আপনার মোবাইলে এটি এনাবল করতে পারবেন না।
তো বন্ধুরা অ্যাপ টি চালু করতে যে ধাপগুলো অনুসরন করতে হবে তা আমি লিখে ও বলে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য একটি ভিডিও দেওয়া হলো।
আমি কোন স্ক্রিনশট দিচ্ছি না কারণ মিনিমাম ২৫টা স্ক্রিনশট দিতে হবে । এতগুলো শট দেওয়া পসিবল না। তাই আমি সব লিখে দিচ্ছি না বুঝলে ভিডিওটি একনজর দেখবেন আপনি সফল হবেন।
.
১) আপনি আপনার মোবাইলের সেটিং এ চলে যান এবং দেখুন লেখা আছে google এটায় ক্লিক করুন।
২) ক্লিক করার পর আপনি থ্রিডিয়ার আইকন দেখতে পাবেন (:) অনেকটা এমন ঐ আইকন এ ক্লিক করুন।
৪) তারপর আপনি আবার থ্রিডিয়ার (:) এই আইকন এ ক্লিক করুন।
৫) এবার আপনি দেখতে পাবেন লেখা আছে view in Play store এখানে ক্লিক করুন। তাহলে আপনাকে প্লে স্টোর এ নিয়ে যাবে এবং আপনি একটি অ্যাপ দেখতে পাবেন google play service নামে আপনি অ্যাপ টির একদম নিচে চলে যান সেখানে দেখতে পাবেন লেখা আছে I’m in আপনি এখানে ক্লিক করে Join করে দিন।
৬) তারপর আপনি প্লে স্টোর এ google লিখে সার্চ করুন তাহলে আপনি google অ্যাপ চলে আসবে আপনি একই ভাবে একদম নিচে গিয়ে i’m in এ ক্লিক করে join করে দিন।
৭) এবার আপনি আপনার হোম পেজে চলে আসুন আর রিসেন্ট সব কিছু মুঝে ফেলুন তারপর আবার সেটিং এ চলে যান আগের মত google এ যান তারপর থ্রিডিয়ার মেনুতে ক্লিক করুন তারপর help & feedback এ ক্লিক করুন তারপর আবার থ্রিডিয়ার মেনুতে ক্লিক করুন আবার view in Play store এ ক্লিক করুন।
৮) আপনাকে আবার প্লে স্টোর এ নিয়ে যাবে এবার আপনি প্লে সার্ভিস অ্যাপ টি আপডেট করুন (যদি আপডেট চায়) তারপর Play store এ google লিখে সার্চ করুন তারপর google app টি আপডেট করুন।
৯) এবার আপনি হোম পেজে চলে আসেন এবং আবার সেটিং এ যান সেটিং এ যাওয়ার পর language & input এ ক্লিক করে আপনি English (US) সিলেক্ট করে নিন যদি সিলেক্ট করা না থাকে।
১০) তারপর আপনি সেটিং এ যান আবার সেখানে গিয়ে Apps/Apps management এ ক্লিক করে google & google play service এ ক্লিক করে storage এ ক্লিক করে clear all data তে ক্লিক করে ডাটাগুলো ক্লিয়ার করে নিন।
১১) এবার আপনি google অ্যাপ টি ওপেন করুন এবং get stared এ ক্লিক করুন তিনবার OK google বা 4 বার Ok google বলতে বলবে এগুলো বলে ওকে করে নিন।
১১) আমাদের সব কাজ শেষ এখন google asisstant অ্যাপ টি ডাউনলোড করতে হবে আমি ডাউনলোড লিঙ্ক নিচে দিয়ে দিলাম।
অ্যাপ ডাউনলোড লিঙ্কঃ এখানে ক্লিক করে অ্যাপ টি ডাউনলোড করুন
*
স্ক্রিনশট দিতে পারিনি বলে আমি আন্তরিকভাবে দুঃখিত অনেক কষ্ট করে সময় নিয়ে পোস্ট টি লিখলাম আশা করি আপনারা সফল হবেন। আর যদি এতে না বুঝেন তাহলে আমি নিচে একটি ভিডিও দিলাম ভিডিওটি একনজর দেখে নিবেন ভিডিওটির লিঙ্ক নিচে দিলাম।[ আমি ভিডিও প্রমোটের জন্য পোস্ট টি করিনি অনেক কষ্টে লিখে করেছি নিজের জ্ঞান কে সবার মাঝে শেয়ার করার জন্য]
#ভিডিও লিংক ইমবেড আকারে দিতে হবে।
সরাসরি দেয়ায় ডিলিট করা হলো।
কোন প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন।
ফেসবুকে আমি