কেমন আছেন সবাই?
আশা করি সবাই ভালো আছেন।আজকে একটা রিকুয়েস্টেড পোস্ট নিয়ে আসলাম।
আমাকে ফেসবুকে অনেকেই জিজ্ঞেস করেছে কিভাবে বিডি আপ্লোড(BD upload) থেকে ফাইল ডাউনলোড করতে হয়।
তো কথা না বারিয়ে শুরু করা যাক
যেহেতু এটা রিকুয়েস্টেড পোস্ট তাই যারা জানেন তারা তারা এড়িয়ে জান।
BD upload কি
- BD upload হলো একটি ফাইল আপ্লোড সাইট।ঝামেলামুক্ত এবং সিকুয়ার হিসেবে বিডি আপ্লোডকে নিশ্চিন্তে ভরসা করা যায়।আর বিডি আপ্লোড থেকে শেয়ার করা ফাইল যদি কেউ ডাউনলোড করে তাহলে তারা ফাইল আপ্লোড কারিকে পে করে।
কিভাবে বিডি আপ্লোড থেকে ডাউনলোড করবেন
- অন্যান্য জনপ্রিয় ফাইল আপ্লোডার যেমন গুগল ড্রাইভ,মিডিয়া ফায়ার,জিপি(zippy) শেয়ার এর মত বিডি আপ্লোড থেকেও ঝামেলা ছাড়াই ডাউনলোড করা যায়।এইজন্যই ট্রিকবিডি বিডি আপ্লোডে ফাইল আপ্লোড করলে এলাউ করে।আর ট্রিকবিডির অথর কন্ট্রিবিউটের মদ্ধে অধিকাংশই এই আপ্লোড সাইটে আপ্লোড করেন।কেননা এরা আনলিমিটেড ফাইল হোস্টের সুবিধা দেয়।আর এদের পেয়মেন্ট সিস্টেমো অনেক ভালো।
এখন আপনি বলতে পারেন যে তাহলে আমাদের ডাউনলোড এর এতো সমস্যা হয় কেন?
- আসলে আপনারা ডাউনলোড এর নিয়মটা জানেন না তাই আপনাদের সমস্যা হয়।উদাহরণ হিসেবে বলি আমার গত পোস্ট থেকে অনেকেই ফাইলটা ডাউনলোড করতে পারেন নাই।তাই আমি গত পোস্টের ড্রইড ভিপিএন ডাউনলোড করেই দেখাবো।
আপনি যেকোনো ব্রাউসার দিয়ে ডাউনলোড করতে পারবেন তবে ইউসি বা ক্রোম দিয়ে ডাউনলোড দিলে ঝামেলাবিহীন ভাবে ডাউনলোড দিতে পারবেন।
আমি ইউসি ব্রাউসার দিয়ে ডাউনলোড করে দেখাচ্ছি।
প্রথমে আপনি আপনার কাংখিত লিংকে যান তারপর ১০ সেকেন্ড অপেক্ষা করুন আপনি নিচের মত একটা পেজ দেখতে পাবেন
এখানে দেখতে পাচ্ছেন click here to download।এটাতে ক্লিক করুন। দেখবেন আপনাকে অন্য পেজে রিডাইরেক্ট করবে।আর আপনাদের ওই পেজ থেকে ব্যাক আসতে হবে।বা নতুন ট্যাব খুললে তা কেটে দিতে হবে নিচের মত
আপনারা ভুল করে ওই পেজেই থেকে যান আর ফাইল ডাউনলোড করতে পারেন না।আর ভোগান্তি ভোগতে হয় আমাদের
তারপর ট্যাব ক্লোজ করে পুণরায় click here to downloadএ ক্লিক করুন দেখবেন নিচের মত পেজ আসবে।এর মদ্ধে নতুন কোনো ট্যাব ওপেন হলে আপনাকে ওটা ক্লোজ করে পুনরায় আপনার আগের পেজে অর্থাৎ নিচের দেখানো পেজে আসতে হবে।তারপর ডাউনলোড এ (click here to download)এ ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে দেখুন আমার শুরু হয়েছে।
নতুন ট্যাব ওপেন হলে কেটে দিন।
এর পরেও বুঝতে সমস্যা হলে নিচের ভিডিও টি দেখেন।
যেকোনো সমস্যায় ফেসবুকে আমি!
নতুন নতুন টিপস পেতে আমার চ্যানেল সাবসক্রাইব করতে ভুলবেন না।