♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦
.
.
আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আশা করি ভালোই আছেন সবাই….
.

যদি আপনি এই পোস্টের ব্যাপারে আগে থেকেই কিছু জেনে থাকেন, তাহলে ইগনোর করতে পারেন। নতুন দের জন্য এই পোস্ট
.
আজ আপনাদের সামনে নিয়ে আসলাম অন্য একটি সমস্যা নিয়ে আর সাথে তো সলুশন আছেই। আজ নিয়ে আসলাম ইন্সটলেশন পারমিশন প্রব্লেম নিয়ে।
.
.
মার্শম্যালো ও এর উপরের ভার্শনের ফোনে এই প্রব্লেম টা প্রায় সময় ই দেখা দেয়। তা হলো এপ ইন্সটল করার পর একসেস পার্মিশন চায়।
.
পার্মিশন Allow দিলে অনেকসময় SCREEN OVERLAY DETECTED দেখায়। আর পরে ওপেন সেটিং আসে।
.

আপনারা কেও আর অপেন সেটিংস এ যাবেন না ।.
.
তারপর প্লে স্টোর এ যান।

Install Button Unlocker এপ টি ডাউনলোড করে নিন।
.

.
যেহেতু প্লে স্টোর এ সামনের সারিতেই এই এপ টি আছে, তাই লিংক দেই নি। আপনারা এইটা লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন এপ টি।
এপ টি ডাউনলোড করে অপেন করুন।
তার পর নিচের স্ক্রিনশট অনুযায়ী কাজ করুন পর্যায়ক্রমে।
.

.

.
. এখন ঐ এপ টি অপেন করুন আর যখন পার্মিশন চাইবে Allow দিন।
আর খেয়াল করুন Allow লেখা টার নিচে একটা অপেন লক এর আইকন আছে। তার মানে, ইজিলি ইন্সটল হবে।

.
.

আমি অনেকদিন ধরে এই প্রব্লেম ফেইস করছি। এই এপ এর মাধ্যমেই সমাধান নিলাম।
.
#Problem: It’s Not An Ad Free App. Sometimes You’ll Face Some Unexpected Ad On Your Screen. Have Not Any 18+ Ad.
.
.
সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
খোদা হাফেজ

24 thoughts on "এপ Install ও SCREEN OVERLAY প্রব্লেম এর সমাধান। আর নয় বিরক্তিকর এই সমস্যা। সমাধান নিন"

  1. Riadrox Legend Author says:
    ধন্যবাদ ব্রো। কাজের পোস্ট
    1. Rasel Contributor says:
      ভাই আপনি এখনো অথর হতে পারেন নি?? Admin কি বলছে?
    2. Riadrox Legend Author says:
      এডমিনকে কিছু বলিনি এখনো। আমি বলে কয়ে টিউনারশিপ ফেরত পেতে চাই না। আর আমার টিউনারশিপ বাতিল যে ভুয়াভাবে করা হইছে এই প্রুফও দিতে পারি। আমি সেদিনই অথোর হব যেদিন এডমিন নিজ থেকে আমাকে বানাবে নয়ত কোনোদিনই নয়। তবে আমি আছি ট্রিকবিডির সাথে।
  2. Rahul Hasan Contributor says:
    bro kal trickbd 1st post kori but pending e hoy…karo ki jodi akto boltey paro.,.
  3. Rakibul Islam Shakib Author says:
    reported…ai post ami koyek month agei korsi amr profile check koren
    1. Raju Das Rudro Author says:
      Ar apnader dujoner agei ami tune korechilam. 🙂
    2. Raju Das Rudro Author says:
      এই দেখেন ১০ মাস আগে আমি এই সমস্যার সমাধান্ন নিয়ে টিউন দিয়েছিলাম https://trickbd.com/android-tips/277358
    3. Rakibul Islam Shakib Author says:
      আপনার অ্যাপ আর আমার অ্যাপ সম্পূর্ণ আলাদা,,,,বুঝছেন??
    4. Raju Das Rudro Author says:
      Somadhan niye post chilo tho naki? jai houk kotha na baranui valo 🙂
  4. ধন্যবাদ অসাধারণ একটি পোষ্ট উপহার দেবার জন্য ★ ধন্যবাদ ভালো থাকুন থাকুন ট্রিকবিডির সাথে -থাকুন আজানা কে জানার ও জানানোর সাথে*
  5. Md. Alamin Author says:
    আমার মনে হয় কিটক্যাট ভার্সন মোবাইল অনেক ভালো এরকম কোনো ঝামেলা পোহাতে হয় না।
    1. @ishan Subscriber says:
      মনে হয় কি!কোনো ঝামেলাই নাই আমি নিজেই তো চালাই 4.4.2 version
  6. Dev Author says:
    একই পোষ্ট আর কত বার কপি থেকে সাবধান….
  7. Alif Author Post Creator says:
    Sorry All. POST will be deleted.
  8. Rakibul Islam Shakib Author says:
    Moderator vai amr id te notification dekhaitese na keno?
  9. SuperRox Author says:
    ধুর এক পোষ্ট কয়বার
  10. Nishan khan Subscriber says:
    ভাই অনেক সময় কোন গেম বা এপস ইনসটল হয়না। এটার বিষয়ে পোষ্ট করেন

Leave a Reply