Site icon Trickbd.com

দেখে নিন কিভাবে SHAREit এর গতি ২ গুন বাড়াবেন।

Unnamed

অনেক দিন পড় ট্রিকবিডিতে আসলাম,
সাথে নতুন একটি ট্রিক,
অনেক ফেসবুক গ্রুপে এ শুনা যায় ট্রিকিবিডির সমালাচোনা,
যেমন, ট্রিকিবির এডমিনরা ভাব নেয়,
টে্রইনার আইডি বাদ করে,
তারা টাকা একাই ভোগ করে,
ব্লা ব্লা,
আরে ভাই ট্রিবিডির যদি এই ভাবটুকু না থাকত,
তাহলে স্পাম এর জ্বালায় ট্রিকবিডি ভিজিট করা যেত না,

হাজারটি স্পাম পোস্ট এর চেয়ে একটি মানসম্মত পোস্ট অনেক দামি।

ওকে বাদ দিন এসব।
আজ আপনাদের দেখাবো, কিভাবে আপনার সেয়ারইট এর গতি অনেক বাড়িয়ে নিবেন,

Shareit গতি বাড়ানোর জন্য আপনাকে কয়েকটি কাজ করতে হবে,
যে কাজগুলোর ভেতর কয়েকটি করতে হবে share it এর ভেতরে, একটি করতে হবে shereit এর বাহিরে,
প্রথম প্রথমে আমরা Shareit এর ভেতরে কাজগুলো করি।
Sharit app টি ওপেন করে সেটিং অপশন থেকে ফোন ম্যামরি করে দিবেন।
আশাকরি কিভাবে ফোন মেমোরি সেট করতে হয় সেটা trickbd এর কাওকে শেখাতে হবে না!

আপনারা সকলেই জানেন, আপনার ফোন মেমোরি আপনার মেমোরি কার্ডের চেয়ে অনেক বেশি উন্নত এবং class অনেক বেশি থাকে,

যার কারনে আপনার ফোন মেমোরির গতিও অনেক বেশি থাকে,
তাই ফোন মেমোরি সেট করেদিলে দেখবেন আগের চেয়ে অনেক দ্রুত ফাইল শেয়ার হচ্ছে!
আপনারা নিজে চেষ্টা করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন কতটা তফাৎ।

এরপর যে ফোনে ফাইল নিবেন সেই ফোনে receive এ ক্লিক করার পর দেখবেন নিচের ss এর লেখা আছে Feel ultra fast speed

তার পর সেখানে একটি করবেন এবং সেটি এক্টিভ করে নিবেন,
এন পর দেখুন ম্যাজিক, দেখুন আগের চেয়ে কত দ্রুত ফাইল শেয়ার হচ্ছে,