Site icon Trickbd.com

যাদের অতিরিক্ত ডাটা খরচ হয় শুধু তারাই দেখুন

Unnamed

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন?

আসুন বেশি কথা না বলে কাজে চলে যাই।

আপনি এক্সট্রা কোন এমবি নষ্ট করবেন না তাহলে Data Usage এ গিয়ে Restrict Background Data অন করে
করবেন।

তাহলে মিনিমাইজ আপ্স বা অন্য আপ্স গুলো এক্সট্রা ডাটা খরচ করা থেকে বিরত থাকবে। Notification বার এ একটি Restrict Background Data নামে একটি Notification থাকবে।

ওটাতে ক্লিক করলেই আবার সব আপ্স নিজের ইচ্ছামত ডাটা ব্যবহার করবে।

আর আপনি যদি নির্দিষ্ট একটা বা কয়েকটি আপ্স এর হাত থেকে ডাটা রক্ষা করতে চান তাহলে নির্দিষ্ট আপ্সটিটে ক্লিক করে Restrict Background Data অন করে দিন।

ধন্যবাদ।
এইটা আমার প্রথম পোষ্ট।
বুঝতে সমস্যা হলে ক্ষমার চোখে দেখবেন।
অথবা কমেন্ট করেন।

Exit mobile version