Site icon Trickbd.com

স্বল্প খরচে ইউটিউব চালাবেন যেভাবে | যারা মোবাইলে এমবি কিনে ইউটিউব চালান তাদের পোস্ট টা দেখা উচিত!!

Unnamed

আমরা অনেকেই ডাটা কিনে
ইউটিউব ব্যাবহার করি।।।
তো ডাটা দিয়ে ইউটিউব ব্যাবহার
করলে আমাদের সবসময় চিন্তিত থাকতে
হয় মেগাবাইট নিয়ে, কারন ইউটিউবে
ভিডিও দেখলে হলে প্রচুর পরিমান মেগাবাইট
খরচ হয়।।।
যে কারনে অনেকেই ইউটিউবে
ঢুকতে চাই না।।।
আসলে শুধু ইউটিউব না যেকোনো
ভিডিও স্ট্রিমিং করলেই প্রচুর মেগাবাইট
এর প্রয়োজন হয়।।
ব্রডব্যান্ড নেট হলে সেটা অন্য হিসেব।
যাইহোক এ সমস্যাটার জন্য ইউটিউব
কর্তৃপক্ষ ইন্ডিয়ায় একটি আ্যপ রিলিজ
দিয়েছে যেটি হচ্ছে Youtube Go
যার মাধ্যমে আপনারা খুবই কম মেগাবাইট
দিয়ে ইউটিউব দেখতে পারবেন।

‎এটা আপনারা প্লেস্টোরে পাবেন না
‎এখান থেকে ডাওনলোড করতে পারেন..

‎❏ Download

‎ডাওনলোড করার পর আপনাকে আপনার
‎ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে।

‎ফোন নাম্বার বসিয়ে নিচের ছবির মতো
Next এ ক্লীক করে পরের স্টেপ এ যাবেন।

‎এরপর আপনাকে জিমেইল আ্যাড
‎করতে ‎হবে

এটা খুব ইজি আপনারা আ্যাপ
এ ডুকলেই বুজতে পারবেন।।
‎Next এ ক্লীক করুন

‎এরপর ইউটিউবের ইন্টারফেস চলে আসবে
‎আপনি যে ভিডিও দেখতে চান সেটাতে
‎ক্লীক করুন এরপর নিচের ছবির মতো দেখতে
‎পাবেন।।।

‎আপনার মেগাবাইট অনুসারে আপনি কত
‎এমবির মধ্যে ভিডিওটি দেখতে চান

‎সিলেক্ট করুন প্লে বাটনে ক্লীক করুন

‎এছাড়াও মূল ইউটিউব আ্যপ এর মতো
‎আপনি এই আ্যপ দিয়ে যেকোনো ভিডিও
‎অফলাইন ডাওনলোড করতে পারবেন।।
‎ধন্যবাদ বাকি ফিচার আ্যাপ ইন্সটল দিলেই
‎বুজতে পারবেন।।

‎❏ বুজতে সমস্যা হলে নিচের
ভিডিওটি দেখতে পারেন!!
‎সবাই সুস্থ থাকুন ভালো থাকুন।
‎আল্লাহ্ হাফেজ।