Site icon Trickbd.com

খুব সহজে আপনার Android ফোনে OTG দ্বারা মেমোরি বা পেন ড্রাইভ Connect করে নিন! |

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন।

আজ আমি নিয়ে এসেছি কিভাবে OTG Cable দিয়ে Pen Drive অথবা Memory Card আপনার Android ফোনে Connect করবেন।
আগেই বলে রাখি, এটা যারা জানেননা তাদের জন্য, যদি কারো আগে থেকেই জানা থাকে তাহলে দয়া করে এড়িয়ে যাবেন 🙂
যেভাবে OTG Cable দিয়ে আলাদা মেমোরি কার্ড আপনার এন্ড্রয়েডে প্রবেশ করাবেন :

যা যা লাগবে:-

১। একটি Android মোবাইল
২। একটি OTG Cable (নিকটস্থ মোবাইল সার্ভিসিং দোকানে পাবেন)
৩। পেন ড্রাইভ অথবা কার্ড রিডার (যা আপনার মোবাইলে Connect করতে চান)

প্রথমে চেক করে নিন আপনার ফোনে OTG সাপোর্ট করে কিনা,

OTG Checker (Playstore)

যদি সাপোর্ট করে তাহলে আপনার ফোনে এই ট্রিকটি কাজ করবে। এবার স্ক্রিনশট অনুযায়ী কাজ করুন।

যদি তবুও বুঝতে সমস্যা আমার ২মিনিটের ইউটিউব ভিডিও টিউটোরিয়াল টি দেখবেন। দয়া করে আমার চেনেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।

Connect Usb Drive To Android Tutorial

Post Credit : Emraan Tanjil

Exit mobile version