সবাই কেমন আছেন ?আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজ আমি আপনাদের মাঝে এক অসাধারণ পোস্ট নিয়ে হাজির হয়েছি। Title টা দেখে অনেকেই বুঝে গেছে পোস্টের বিষয়টা কি।আজকের পোস্টের বিষয় Video Editing । আমি Editing এর জন্য Kinemaster Pro ব্যবহার করেছি। আমি এই পোস্ট এ দেখাব কিভাবে Screen Recorded video Edit করব। এই পোস্ট টি আমার করা ৩য় পোস্ট। তাই ভুল গুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন এটাই আমার প্রত্যাশা।সুতরাং এত সব কথা না বলে পোস্ট শুরু করা যাক।
[অনেকেই হয়ত এই প্রক্রিয়াটা জানে, তাদের জন্য নয় এটি]
প্রয়োজনীয় উপকরন :
• Android App Kinemaster Pro[আমার মতে এর link টা TrickBD এই Website এ না দেয়াই ভাল হবে{Google এ পাবেন এটি}] ।
• একটি PNG image ।[পোস্টের মাঝে এটি দেওয়া আছে Download করে নিতে পারবেন]
• Recorded Video।
• প্রয়োজন আর একটু মনোযোগ।
How to do :
– বোঝার সুবিধার্থে ছোট থেকে ছোট সব Step Screenshot এ দেখানো হলো। সুতরাং নিচের Screenshot গুলো Follow করি।
ScreenShots :
Kinemaster Pro Open করলাম
PNG image
এবার Save করব
Just এত টুকু
Results :
আশা করি বোঝতে কোনো সমস্যা হয় নি। আমিও আপনাদের আমার MaxLimit পর্যন্ত বোঝানোর চেষ্টা করেছি। So এভাবে আপনি ভিড়িও টাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে পারবেন। এই Trick টা বেশি কাজে লাগবে তাদের যারা YouTube এ কাজ করেন ।
সব শেষে আসা করি আপনাদের সবার ভাল লেগেছে। এই পোস্ট করতে আমার অনেক কষ্ট + Time Waste হয়েছে। just যাতে আপনারা Enjoy করেন। তাই এত কিছু করা। So আমি জানি আমার হয়ত অনেক কোনো ভুল হয়েছে। যদি ভুল গুলো আপনার চোখে পড়ে So Sorry এবং হ্যা Comment করে অবশ্যই জানাবেন।আপনাদের কারও কোনো Requested Video থাকলে Comment করে জানাতে পারেন। আমি Next এ আরও অনেক কিছু নিয়ে হাজির হব। যা সত্যিই আপনাদের কাজে আসবে। আপাদত আমি বিদায় জানাচ্ছি। ধন্যবাদ
? Facebook এ আমি !! কোনো Personal সমস্যা থাকলে যোগাযোগ করতে পারেন।