মোবাইলে অচেনা নম্বর থেকে ক্রমাগত কল বা মিসকল আসার মত বিরক্তিকর ব্যাপার কিছুই হতে পারে না। বিশেষত মেয়েদের জন্যে এই ভোগান্তি তো একেবারেই অলিখিত। বকাঝকা, ফোন সাইলেন্ট করে রাখা কোন কিছুতেই যেন কাজ হয় না। কিন্তু ভাবুন তো, অচেনা এই লোকটির নাম ঠিকানা যদি এক মিনিটেই আপনার হাতের মুঠোয় চলে আসে, আর আপনি উলটো তার নাম ধরে ডেকে বেশ ভালো রকম একটা হুমকী দিতে পারেন, কিংবা সহজেই পুলিশের কাছে তার নাম ঠিকানা দিয়ে দিতে পারেন, তাহলে কি ভালোটাই না হতো! না স্বপ্ন নয় একেবারেই, প্রযুক্তির উৎকর্ষে এই ছোট্ট কাজটি আপনি করতে পারেন ঘরে বসেই। আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে কয়েক সেকেন্ডেই নামিয়ে নিতে পারেন, এইসব অচেনা নাম্বার থেকে ফোনদাতার নাম ঠিকানা, সবই!
আজ আমরা যে কাজ টি করবো এর জন্য আমাদেরকে একটি সফ্টওয়ার ডাওনলোড করতে হবে।
Download This Software
ডাওনলোড করা শেষ হলে অপেন করুন।
তারপরে আপনার মোবাইল নাম্বার দিন
এখন ঐ নাম্বারে দেখুন বেরিফাই কোড আসছে, পাটানো কোড গুলো লিখুন।
যে নাম্বার বেরিফাই করলেন,এটি দিয়ে যদি ফেসবুক একাউন্ট খুলো থাকে তাহলে এরকম আসবে,
আর খোলা না থাকলে নাম এবং ছবি দিন
তারপর This Is Me তে ক্লিক করুন
এবার Skip চাপুন,
তারপরে দেখুন, আপনার সিমে যাদের নাম্বারে ফেসবুক একাউন্ট খোলা তাদের ছবি সহ আসবে,
আপনি ইচ্ছা করলে ফেসবুক থেকে তার তথ্য বাহির করতে পারবেন,
পোস্টি ভাল লাগলে একটা Thanks জানাতে ভূলবেন না
আর পোস্টি
আপনার প্রিয় ওয়েবসাইট