Site icon Trickbd.com

অন্যের সিমের ২০ সেকেন্ড ওয়েটিং সব কল নিয়ে আসুন আপনার সিমে ১০০% with proof

Unnamed

কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন। আজ যে নিয়ে পোস্টে আলোচনা করব সেটি হচ্ছে যে, অন্যের সিমের ইনকামিং কল গুলো আপনার সিমে নিবেন।
বিষয়টা এমন যে সেই ফোনে কল টা আসল এবং তা ২০ সেকেন্ড এ রিসিভ হইল না এবং এই ২০ সেকেন্ড পরেই সেই কলটি আপনার সিমে চলে আসল। এর জন্যে কোনো এপ লাগবেনা শুধু ডায়াল প্যাডে ডায়াল করতে হবে।
এর জন্যে যা করতে হবে তা হলো যে আপনি যেই সিমের কল গুলি নিবেন সেই মোবাইল এ ডায়াল করুন
**61*আপনার নাম্বার# ডায়াল করুন

এমন আসবে মানে এক্টিভ হয়ে গেছে

এবার টেস্ট করার জন্যে কল দিন ওই সিমে কল আসবে

২০ সেকেন্ড এ রিসিভ হইল না দেখন নিচের লেখাটা

এখন আপনার নাম্বারে কলটি পুনরায় চলে আসবে দেখুন

এখন কিভাবে এটি ওফ করবেন এজন্যে ডায়াল করুন ##61#

এমন আসবে মানে ওফ হয়ে গেছে

আশা করি বুঝাতে পারছি যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট এ জানাবেন। ভাল থাকবেন সবাই। ট্রিকবিডির সাথেই থাকুন।
ধন্যবাদ।