Site icon Trickbd.com

[VPN]কোন এপ ছাড়াই ভিপিএন ব্যবহার করুন খুব সহজে

আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই? হুম।আশা করি ভাল আছেন।আর ট্রিবিডির সাথে থাকলে তো কথাই নাই।প্রথমেই বলি আমি নতুন অথর।তাই ভুল হইতে পারে।আশা করি ভুল গুলা ঠিক করিয়ে দেবেন।
তাহলে শুরু করা যাক।

আজকের টপিকের বিষয় তো টাইটেল দেখেই বুজতে পারছেন।আসলে এ ভিপিএন এর জন্য কোনো এপ লাগবে না।আমার সার্জেশন থাকবে হালকা লেভেলের কাজ এই ভিপিএন দিয়ে করা ভাল।প্রিমিয়াম লেভেলের কাজ করতে গেলে সমস্যা হতে পারে।কারন একে তো ফ্রি ভিপিএন আবার কোন এপ নাই।না জানি কত জন এই এক সার্ভার চালাচ্ছে।

তাহলে কয়েকটা সুবিধার কথা জানা যাক:

(১)প্রথম সুবিধা হচ্ছে এ ভিপিএন এ কোন এপ লাগবে নাম।মানে আপনার ০.০০০০১ কেবি ও খরচ হবে না।

(২)ডিকানেক্ট করা খুবই সহজ।নোটিফিকেশন থেকেই করতে পারবেন।আপনি কয়েকটা ভিপিএন চালাইছিলাম যে গুলায় ভিপিএন ডুকে এড দেখে তার পর ডিসকানেক্ট হতো।

(৩)এপ এর ভিপিএন গুলা অনেক মেগা খরচ করলে ও এ ভিপিএন তার ১ তৃতীয়াংশ কম খরচ করে।

(৪)এ ভিপএন পুরা ফ্রি।(এই ফ্রি সেই ফ্রি না,এই ফ্রি মানে চালাতে টাকা লাগবে না)

তবে একটা সমস্যা রয়েছে,

সেটা হলো এ ভিপিএন পাসওয়ার্ড কিছু দিন পর পর চেন্জ হয়।সেটা অনলাইন থেকে কালেক্ট করে আবারর লগিন করতে হবে।তবে সমস্যা নাই আমি পোস্টের নিচে লিংক দিয়ে দিব।ঐখানে ডুকে কপি পেস্ট করলেই হবে।

আর আমার ফোনে Picart চলতেছে না।তাই মার্ক করে দিতে পারলামনা।

কিভাবে ব্যবহার করবেনঃ

(১)প্রথমে Setting এ গিয়ে More Connection অথবা More Network অথবা Data Usage অপশনে যাবেন।তারপর VPN নামের অপশন পাবেন।সবার ফোন অালাদা আলাদা তাই কার ফোনে কোথায় আছে বলা যাচ্ছে না।একটু খুজতে হবে।

(২)VPN Option এ যাওয়ার পর কোনায় দেখবেন More লেখা অথবা ৩ টা ডট দেয়া।আমার টায় More

(৩) তার পর এড এ ভিপিএন এ ক্লিক করুন।

(৪)তারপর Name এ আপনার ইচ্ছা মত নাম দিন এবং যে দেশের আইপি ব্যবহার করবেন তার সার্ভার এর নাম দিন।আমি USA টার জন্য us2.vpnbook.com দিলাম।তারপর SAVE. করেন

(৫)যেটা সেভ করছেন সেটার উপর ক্লিক করেন।একটা পেজ আসবে userName & Password চাইবে।আপনি ঐখানে

username : vpnbook (ছোট হাতের সব)
password : 5grtx8k

এই গুলা দিয়ে সেভ ইনফো দিয়ে কানেক্ট দিন।
দেখুন কানেক্টেড। না হলে আবার চেষ্টা করুন।তাপর এ যদি না হয়, পাসওয়ার্ড ডিলেট করে নতুন টা কপি পেস্ট করুন।আশা করি সবার হবে।

পোস্টি পরার জন্য অনেক অনেক ধন্যবাদ।ধন্যবাদ ট্রিকবিডিকে।
পাসওয়ার্ড আপডেট পেতে :https://goo.gl/9ZndFB

কোনো সমস্যা হলে ফেসবুকে অথবা ইমেই করতে পারেন।

★আমার ফেসবুক আইডিঃ Shawon Sheikh

★ছোট একটা গেমের গুরুপ আছে।পারলে JOIN দিয়েন Group link

★Gmail/Google+:mdshawonsheik23@gmail.com

Exit mobile version