আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভালো আছেন।
সবাই ভালো থাকেন ভালো রাখেন এই প্রত্যাশাই করি সব সময়।
তো আজজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অতি প্রয়োজনীয় পোষ্ট। যার মাধ্যমে আপনি নিজেই Apple ID খুলতে পারবেন। ত আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি।
প্রথমে এই লিংকে প্রবেশ করুন। Chrome ব্যবহার করলে ভালো হয়।
তার পর নিচের স্ক্রিনশট ফোলো করুন।
তার পর প্রথম নাম।শেষ নাম দিয়ে কান্ট্রি সিলেক্ট করে জিমেইল দিন।
ভালো হয় যদি একটা নতুন জিমেইল খুলে নেন।
এগুলা সাথে সংখ্যা থাকে। তা না হলে হবে না।যেমন আমি পাসওয়ার্ড দিসি JS@masud00
তার পর নিচের স্ক্রিনশটের মত কিছু প্রশ্ন দেখতে পারবেন সেগুলো ঠিক করে লিখুন যেমন আমি প্রথমটা দিসি।
এখানে প্রথমে লিখা আছে তোমার হাই স্কুলের প্রথম বেস্ট ফ্রেন্ড কে ছিল। উত্তরে আমি দিছি wizbd.
তার পর
এখানে ও আমি প্রথমটা সিলেক্ট করলাম।
এখানে লিখা আছে তোমার স্বপ্ন কী।
উত্তরে আমি দিলাম software engineer
তার পর নিচের ছবিতে যা লিখা আছে তা লিখে এখানে ক্লিক করুন।
তার পর আপনার জিমেইলে একটি মেইল দেওয়া হবে যেখানে একটি Code দেওয়া হবে।সেই Code এখানে লিখে নিচের মত কাজ করুন।
বেস আপনার Apple ID কমপ্লিট। এখন শুধু Review করার পালা।
বি: দ্র: আপনার Apple ID খুলার পর Review না করলে Apple ID কোনো কাজ করবে না। Review করার জন্য এই লিংক এ ক্লিক করে দেখে নিন তার পর Review করে নিন