আসসালামু আলাইকুম।
প্রিয় বন্দুরা আমার ৬ষ্ট নং পোষ্টে সবাইকে স্বাগতম।
আশা করি সবাই ভালোই আছেন ।
বন্দুরা আমরা সবাই (Facebook,instagram,whatsapp,imo,Viber)ও বিভিন্ন ধরনের Social Network – এর সাতে যুক্ত আছি। বিষেশ করে,আমরা Facebook,Instagram – এ (Username) ব্যবহার করে থাকি।
যেমনঃ-www.facebook.com/trickbd
এইখানে,(trickbd) টাই হলো Username.
আশা করি বুঝতে পেরেছন। আর Username নিয়ে নতুন কিছু বুঝনোর নেই।এটা নিয়ে সবাই জানেন।
তো,আজ আমি দেখাবঃ-
কিভাবে আপনি আপনার imo -তে Username যোগ করবেন।
তো, কথা না বলে চলুন শুরু করা যাক।
১.প্রথমে Play store – থেকে imo -আপডেট ভার্শনটি ইনস্টল করে নিন। (পুরাতন র্ভাশন কাজ করবে না)
২.তারপর imo – যে চলে যান।
৩.তারপর মেনু (Menu) বারে ক্লিক করুন।
৪.তারপর Settings এ ক্লিক করুন।
৫. তারপর, Username – এ ক্লিক করুন।
৬.এখন, ঐখানে আপনার মনের মতো একটা Username দিন। এবং Done – এ ক্লিক করুন।
৭.তারপর Back – চলে আসুন,আর শেয়ার (Share) আইকনে ক্লিক করুন।
৮.তারপর,Message – সিলেক্ট করুন।
৯.এখন এখানে আপনি আপনার imo Username Link – পেয়ে যাবেন।
এখন,আপনি চাইলে ওই লিংক টি বিভিন্ন জাইগায় শেয়ার করতে পারবেন। সেইক্ষেএে,যখন আপনার লিংকে ক্লিক দিলেই,সাথে-সাথে আপনার imo -তে চলে যাবে।
তো এতক্ষন আপনার মূল্যবান সময় দিয়ে পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ।