Site icon Trickbd.com

imo তে এখন Username যোগ করুন Facebook এর মত।আর Username শেয়ার করে সবাইকে invited করুন!

Unnamed

আসসালামু আলাইকুম।

প্রিয় বন্দুরা আমার ৬ষ্ট নং পোষ্টে সবাইকে স্বাগতম।
আশা করি সবাই ভালোই আছেন ।

বন্দুরা আমরা সবাই (Facebook,instagram,whatsapp,imo,Viber)ও বিভিন্ন ধরনের Social Network – এর সাতে যুক্ত আছি। বিষেশ করে,আমরা Facebook,Instagram – এ (Username) ব্যবহার করে থাকি।
যেমনঃ-www.facebook.com/trickbd

এইখানে,(trickbd) টাই হলো Username.
আশা করি বুঝতে পেরেছন। আর Username নিয়ে নতুন কিছু বুঝনোর নেই।এটা নিয়ে সবাই জানেন।

তো,আজ আমি দেখাবঃ-

কিভাবে আপনি আপনার imo -তে Username যোগ করবেন।

তো, কথা না বলে চলুন শুরু করা যাক।

১.প্রথমে Play store – থেকে imo -আপডেট ভার্শনটি ইনস্টল করে নিন। (পুরাতন র্ভাশন কাজ করবে না)

২.তারপর imo – যে চলে যান।

৩.তারপর মেনু (Menu) বারে ক্লিক করুন।

৪.তারপর Settings এ ক্লিক করুন।

৫. তারপর, Username – এ ক্লিক করুন।

৬.এখন, ঐখানে আপনার মনের মতো একটা Username দিন। এবং Done – এ ক্লিক করুন।

৭.তারপর Back – চলে আসুন,আর শেয়ার (Share) আইকনে ক্লিক করুন।

৮.তারপর,Message – সিলেক্ট করুন।

৯.এখন এখানে আপনি আপনার imo Username Link – পেয়ে যাবেন।

এখন,আপনি চাইলে ওই লিংক টি বিভিন্ন জাইগায় শেয়ার করতে পারবেন। সেইক্ষেএে,যখন আপনার লিংকে ক্লিক দিলেই,সাথে-সাথে আপনার imo -তে চলে যাবে।

তো এতক্ষন আপনার মূল্যবান সময় দিয়ে পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ।

ট্রিকবিডির সাথেই থাকুন।