‍“আর নয় বিশ্বাস অবিশ্বাস এর পাল্লায় মাপা মাপি, এবার প্রমান সহ সব কিছু দেখুন, শুনুন এবং জানুন। MTF Apps এর  মাধ্যমে দেখতে পারবেন মোবাইল এর ফেইসবুক ইমু  সহ  বিভিন্ন Call History সহ ভয়েস ফাইল। এবং লোকেশন এবং  Gallery সহ বিভিন্ন ধরনের আর্কশনীয় ফিচার যা সম্পূর্ন বিনামূল্যে। আশা করি সবাই এর মাধ্যমে উপকৃত হবেন। ”

আশাকরি ভাল আছেন আমি ও আপনাদের দোয়ায় ভালই আছি। দয়া করে কেউ তার অপব্যাবহার করবেন না। এটি করলে আমাকে কখনো কোন দোষ দিতে পারবে না। এবারের টপিক ঠিক করেছি ফোন সংক্রান্ত্র। একটি spy apps.এই অ্যাপসটি সত্যিই অনেক কার্যকরী  তাই সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি।

আমি যেই apps এর নাম বলছি এটির নাম হচ্ছে MTF.যার সম্পূর্নরৃপ হচ্ছে- Mobile Tracker Free. নিন্মে এর সুবিধা উল্লেখ্য করা হলঃ

১.এই অ্যাপস এর মাধ্যমে মোবাইলের ইনফরমেশন লিকেজ করা যাবে যা ব্যবহারকারী জানতে পারবেন ও না।

২.এটি একবার ইন্সটল হলে পাসওয়াড ছাড়া আন-ইন্সটল করা সম্ভব নয় ফলে শতভাগ নিশ্চিন্তে এটি ট্যাকিং করা সম্ভব।

২.এটির মাধ্যমে আপনি জানতেও শুনতে পারবেন ব্যবহারকারী কার সাথে কতক্ষন কি কথা বলছে এবং কোথা থেকে কথা বলছে।

৩.আপনি যে কোন সময় মোবাইলের ক্যামেরা সামনে এবং পিছনের ক্যামেরা অন করে তার ছবি তুলতে পারবেন।

৪.তার ফোন এর ফেইসবুক সহ  হোয়াটস অ্যাপ এর চ্যাটিং দেখতে পারবেন (রুট প্রযোজ্য)

৫.কল হিস্ট্রি, কন্টাকস সহ ফোনের বিভিন্ন ধরনের ইনফরমেশন দেখা সম্ভব এই অ্যাপস এর মাধ্যমে।

৬.এটি হোম স্ক্রিন এ দেখাবে না সুতরাং ব্যবহারকারী বুঝতেই পারবেন না যে তার ফোনে কোন spy অ্যাপস রয়েছে।

কাজের ধাপঃ

১.এটি ইস্টস করার পূর্বে নিশ্চিত হয়ে নিন আপনার ফোন Enable unknown sources.  করা রয়েছে কিনা। নিন্মের ছবিটির মত।

২.Disable Package Verifier.নিম্মের ছবিটির মত Scan device for security threats অপশনটি বন্ধ করুন।

৩.এখন Download and install the application Click here to download  

অথবা- Click here to dowload

৪. Configure the application

 

১.এখানে Create an account দিয়ে একটি একাউন্ট খুলতে হবে। ২. তারপর যে কোন একটি মেইল দিতে পারেন এবং পাসওয়াড। ৩.উপরের ছবির মত সবগুলো অন করে দিন।

১.উপরের ছবির মত অন করে দিন। নটিফিকেশন অন ২.সব কিছু ঠিক হলে সাকসেস চলে আসবে উপরের ছবির মত। Invisible mode দিয়ে রাখবেন এতে করে softwere টি আপনার ফোনে আর show করবে না।

করতে যদি না পারেন তাহলে এই ভিডিওটি  দেখুন

এবং accessibility Enable করতে এই ভিডিওটি দেখুন

উপরের কাজগুলো সম্পূর্ন হয়ে গেলে ব্যাস এখন অনলাইনে মনিটরিং করতে পারবেন যখনই ফোনটি অনলাইনের সাথে কানেক্ট হউক আপনি অটোমেটিক ডাটা পেয়ে যাবেন।

কম্পিউটার কিংবা

মোবাইলে  Chome ব্রাউজার দিয়ে  লগ ইন করুন-  www.mobile-tracker-free.com

এখানে লগ ইন  করতে হবে। ক্লিক করুন Login

যে  ইমেল টি দিয়ে একাউন্টি খুলেছিলেন সেটি প্রবেশ করতে হবে এবং যে পাসওয়াডটি দিয়েছিলেন সেটি প্রবেশ করাতে হবে।

সঠিক নিয়মে ইমেল এবং পাসওয়াড প্রবেশ করালে উপরের লাল গোল চিহ্ন টি যেখানে ওখানে মেনুতে ক্লিক করলে দেখতে পাবেন নিচের অপশন গুলো যে ইনফরমেশনগুলো চান তাতে ক্লিক করলেই সেটি পেয়ে যাবেন।

Remote Control এর মাধ্যমে আপনি ফোনটির সকল  ইনফরমেশনগলো পেয়ে যাবেন।

এরপর ও যদি কেউ কোন কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে এই ভিডিও টি দেখে নিবেন।

[বিঃদ্রঃ এই অ্যাপস এর মাধ্যমে যদি কোন অপরাধ সংগঠিত হয় টিউনার এবং টিক বিডি এর অপর তাহা বর্তাবে না]

আশা করি সবাই ভালবাবে বুঝতে পেরেছেন যদি কেউ কোন ধরনের সমস্যায় পড়েন অথবা আমাকে ধন্যবাদ জানাতে

ফেইসবুকে আমি- fb.com/rahat46

পেইজ-fb.com/rahat46

62 thoughts on "শুনুন ফোনটি দিয়ে কি কথা হচ্ছে দেখুন ফোনটি দিয়ে কি চ্যাটিং হচ্ছে জেনে নিন ফোনটি কোথায় আছে এবার ট্যাকিং/হ্যাকিং হবে সহজেই ১০০প্রমানিত"

  1. mdirfan Author says:
    সুন্দর পোসট…..
    1. রাহাত খান Author Post Creator says:
      ধন্যবাদ আপনার কমেন্ট এর জন্য।
  2. Parves Hassan Contributor says:
    Fb.com/Rahat46
    পেইজ fb.com/rahat46 হয় নাকি ।
  3. ZX kamrul Contributor says:
    এরকম একটা পোস্ট এর জন্য অনেক দিন যাবত অপেক্ষায় ছিলাম।
    আপনাকে অনেক অনেক ধন্যবাদ
    1. রাহাত খান Author Post Creator says:
      ধন্যবাদ কামরুল ভাই।
  4. Md Luthfur Talukder Contributor says:
    Nice post but kaj korbe to 100%
    1. রাহাত খান Author Post Creator says:
      আমি নিজে সফলতা না পেয়ে কোন পোষ্ট শেয়ার করি না।
  5. DEMON# -KILLER Contributor says:
    https://trickbd.com/app/snake/
    nasir vai trickbd te sap khela banaise
  6. nhrocky Contributor says:
    apps ta kothai install korbo?? amar mobile e naki jar mobile track korbo tar mobile e??
    1. রাহাত খান Author Post Creator says:
      যার মোবাইল ট্যাক করবেন তার মোবাইলে।
  7. joynalabedin Contributor says:
    koto din free service
    1. রাহাত খান Author Post Creator says:
      আজীবন
  8. CyberSabbir Contributor says:
    onner phone ar net connection bondho korar kono way ache ki.jana thakle bolben plz…
    1. রাহাত খান Author Post Creator says:
      আছে। ইনবক্স এ যোগাযোগ করুন।
    2. CyberSabbir Contributor says:
      yea.FB request accept.plz…
  9. sagor786 Contributor says:
    Vai sob e faltu 2 din porey bole tk diye use korte hobe
  10. jahidul Contributor says:
    sms gola ki dekhte parbo root cara
    1. রাহাত খান Author Post Creator says:
      হা
  11. sagor786 Contributor says:
    Root chara ki cholbe?
    1. রাহাত খান Author Post Creator says:
      হ্যা অবশ্যই।
    1. রাহাত খান Author Post Creator says:
      ধন্যবাদ কমেন্ট এর জন্য।
  12. ইমরুজ Legend Author says:
    ভালো পোষ্ট ভাইয়া।
    1. রাহাত খান Author Post Creator says:
      ধন্যবাদ কমেন্ট করার জন্য।
    2. ইমরুজ Legend Author says:
      ওয়েলকাম।
  13. Antou Rhaman Nil Contributor says:
    চমৎকার!! তো
    লিমিটলেস নাকি লিমিট আছে।
    মানে কো ফি দিতে হবে কি???
    ভালো মজা জমবে,বিশেষ করে আপির উপর।ধন্যবাদ।
    1. Antou Rhaman Nil Contributor says:
      কোনো ফি দিতে হবে কি?
    2. রাহাত খান Author Post Creator says:
      না ফ্রি আনলিমিটেট।ধন্যবাদ কমেন্ট করার জন্য।
  14. Apon Contributor says:
    ভাই সফটওয়ার টি হাইড হয়ে গেলে আবার আন হাইড করব কিভাবে।
    এইটার জন্য কি ডাটা কানেক্টশন লাগবে ।
    আর ফোন রিসেট দিলে কি সফটওয়ার টা চলে যাবে..?

    প্লিজ ভাই জানাবেন একটু
    1. রাহাত খান Author Post Creator says:
      *1234* এটা ডায়াল করলেই চলে আসবে। অথবা ইন্টারনেট থেকেও আন হাইড করা যায়।অবশ্যই কেননা ইন্টারনেট ছাড়া সে কিভাবে ডাটা আপলোড করে আপনাকে দেখাবে।
      ফোন রিসেট দিলে চলে যাবে।
  15. Abu Bakr Contributor says:
    অস্থির
    1. রাহাত খান Author Post Creator says:
      ধন্যবাদ আপনার কমেন্ট এর জন্য।
  16. Roach-backed Contributor says:
    আমি অনে দুরে বসে অন্যের মোবাইল এর স্কিন কন্ট্রল করতে পারবো,,,,,এমন কোনো সিস্টেম আছে??
    1. Dark Author says:
      U can use teamviewer
    2. রাহাত খান Author Post Creator says:
      হ্যা টিম ভিওয়ার সফট দিয়ে।
  17. Neymar Jr Contributor says:
    bro eitate data connected kora takte hone tho 1st mobile tate
    1. রাহাত খান Author Post Creator says:
      হা।সোজা কথা হল ইন্টারনেট কানেক্ট করা থাকতে হবে।
  18. Dark Author says:
    Trail ver kotodin colbe?
    1. রাহাত খান Author Post Creator says:
      আজীবন কোন লিমিট নেই।
  19. Shishir Contributor says:
    App ti ki malware free??
    1. রাহাত খান Author Post Creator says:
      অবশ্যই কেননা আমি কোন সফট আগে নিজে পরিক্ষা করি তারপর তার ফিডব্যাক ভাল হলে তা শেয়ার করি।
    1. রাহাত খান Author Post Creator says:
      ধন্যবাদ
  20. MD_TIPU_SULTAN Contributor says:
    ভালো পোষ্ট
    1. রাহাত খান Author Post Creator says:
      ধন্যবাদ
  21. Mahdi Hasan Contributor says:
    Leeeeeeeet’s Goooooooo
    1. রাহাত খান Author Post Creator says:
      ধন্যবাদ
  22. jiRosul Contributor says:
    rot mobile lagbe ki?
    rot phone sara hobe na?
    1. রাহাত খান Author Post Creator says:
      রুন লাগবে না।
  23. Humayun Contributor says:
    ভিকটিম এর মোবাইল এর ডাটা ও খরচ হবে?
    1. রাহাত খান Author Post Creator says:
      অবশ্যই
  24. রাহাত খান Author Post Creator says:
    ধন্যবাদ
  25. Kamal Hossen Contributor says:
    হাইড করার পর আবার শো করাবো কিভাবে?
    অথবা আন ইন্সটল করবো কিভাবে?
    1. রাহাত খান Author Post Creator says:
      *1234* এটা ডায়াল করলেই চলে আসবে। অথবা ইন্টারনেট থেকেও আন হাইড করা যায়।
      ফোন রিসেট দিলে চলে যাবে।
  26. Rafat11 Contributor says:
    যদি ফোন রিসেট করে তাও কি থাকবে এপস?

Leave a Reply