Site icon Trickbd.com

সর্তকতামূলক টিউন।আপনার নাম্বারটি অন্য কারোর নজরদারিতে রয়েছে কিনা জেনে নিন এখুনি।

অতি সতর্কতামূলক টিউন-
অবশ্যই সবাই পড়বেন কেননা এর মাধ্যমে আপনি আজ থেকে সাবধান হয়ে যেতে পারবেন-

আপনার বাংলালিংক,এয়ারটেল,গ্রামীনফোন এ
অনলাইন একাউন্ট সাভির্স এর মাধ্যমে আপনার মোবাইল নম্বর এর সকল ইনফরমেশন এখন যে কেউ দেখতে পারবে,আপনার সিমটি তুলে নিতে পারবে। যদি সে কোনভাবে সিমের কোডটি জানতে পারে।আর আমরা অনেকেই হয়ত অসকতায় মোবাইল রেখে চলে যাই এদিক সেদিক অথবা কেউ যদি একটু ফোন করতে চায় তাহলেও তাকে দিয়ে দেই। অনকে সময় মুখের উপর নাও করতে পারি না।এতে যদি সে কোনভাবে এস,এম এস করে/অন্য মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে কোডটি জানতে পারে তাহলেই তার আর আপনাকে প্রয়োজন হবে না(বাংলালিংকও এয়ারটেল এ)।
সে আপনার পুরো ইনফরমেশন পেয়ে যাবে মাত্র ৪০সেকেন্ড সময়ের মধেই কেননা sms করতে বেশি সময় লাগে না।

এখন আপনাকে ছাড়াই যা সে করতে পারবে-
১.আপনার টুটাল ইনফরমেশন দেখতে পারবে।
যেমন-আপনার সকল ইনকামিং ফোন(নম্বার সহ)।
আউটগোইং ফোন, কখন,কয়টার সময় এবং কতক্ষন কথা হয়েছে এগুলো(নাম্বার সহ)।
২.এস,এম এস(কি লেখা ছিল এগুলো দেখা যাবে না)
৩.আপনার একাউন্ট এ কত টাকা এখন রয়েছে।ইচ্ছা করলে সে এখান থেকে টাকা ট্রান্সফার করে নিতে পারবে ই-টপ আপ এর মাধ্যমে।
৪.আপনার FNF নম্বর।
৫.রিচাজ হিস্টরি।
৬.আপনার সিমটি কার নামে আছে এখন।
৭.আপনার নাম্বার থেকে অন্য কাউকে এস এম এস করতে পারবে।
যা ক্ষতি সে করতে পারবে আপনার-
*আপনার নাম্বার হতে অন্য কাউকে SMS দিতে পারবে,অপরাধ জনিত কাজ করতে পারবে।

*মোবাইলের টাকা চুরী করতে পারবে।
*আপনার নাম্বারটি তুলে ফেলতে পারবে।
*আপনার ইনফরমেশনগুলো জেনে আপনাকে ব্যাকমেইল করতে পারবে।
*সুতরাং নিজের বাংলালিংক ও এয়ারটেল নাম্বার টি যাতে অন্য কেউ অনলাইন এ রেজিস্টেশন করতে না পারে তার দিকে সবর্দা লক্ষ্য রাখবেন।

 

এবং নিম্মের কাজগুলো হতে অবশ্যই বিরত থাকবেন।
সতকর্তাঃ
১.কখনো কাউকে মোবাইল দিয়ে চলে যাবেন না(অবশ্য এখানে বিশ্বাসযোগ্য ব্যক্তিগুলো ছাড়া)।
২.কখনো কেউ যদি ফোন করে বলে তোমার নাম্বারে একটি -এস এম এস এসেছে কোডটি দাও অথবা এস এম এসটি ফরওয়াড করে দাও অবশ্যই তা থেকে বিরত থাকবেন এবং এস এম এসটি ডিলেট করে দিবেন সাথে সাথে যাতে করে পরবর্তী সময়ে সে তা দেখতে না পারে।
৩.যদি মনে করেন যে আপনি চেক করতে চান যে আপনার নাম্বারটি কেউ অনলাইন রেজিস্টেশন করেছে কিনা তাহলে

Banglalink এর জন্যে-
এখানে ক্লিক করুন-

Airtel এর জন্যে-
এখানে ক্লিক করুন

Robi এর জন্য- ক্লিক

Grameenphone এর জন্যে-
এখানে ক্লিক করুন

এবং ফরগেট পাসওয়াড এ ক্লিক করুন তাহলে যদি মোবাইলে এস এম এস চলে আসে তাহলে বুঝবেন কেউ হয়ত আপনার অজান্তেই আপনার নাম্বারে এই রেজিস্টেশন করে রেখেছে এবং আপনাকে সে মনিটরিং করছে আপনার অজান্তেই।যেটা আপনার জন্য বিপদ বয়ে আনতে পারত পরবর্তী সময়ে।
৪.মোবাইলে যে মেস্যাজ নি এসেছে সেটির মধ্যে যে পাসওয়াড রয়েছে ওটা দিয়ে নতুন পাসওয়াড সেট করে দিন।যাতে করে অন্য কেউ লগ ইন করতে না পারে।
[বিঃ দ্রঃ অবশ্যই খেয়াল রাখবেন ই-মেইল এড্যাসটি আপনার রয়েছে কিনা।এবং এটি ভেরিফাই করা আছে কিনা।কেননা ইমেইল এর মাধ্যমে সে আপনার নতুন পাসওয়াডটি পেয়ে যাবে যদি না আপনি তার ইমেইল টি ইডিট করে আপনারটি না বসান।]

যে কোন সমস্যায় আমার সাহায্য পেতে
আমাকে ম্যাসেজ করুন-

Eng.Rahat
Facebook

Exit mobile version