Site icon Trickbd.com

[Root] যারা এখনো ফোনের Font Change করতে পারেন নি তারা দ্রুত চলে আসুন, A_to_Z_Tutorial_With_Sshot

Unnamed

##আসসালামু আলাইকুম। ভাইয়া কেমন আছেন?? আশা করি ভালো আছেন। কারণ ট্রিকবিডির সাথে যারা থাকে তারা সাধারণত ভালোই থাকে।

## আমি সবসময় আপনাদের মাঝে নতুন কিছু নিয়ে হাজির হই। আজ আমি একটা নতুন টিওন নিয়ে হাজির হয়েছি।

## আজকের বিষয় “[Root] যারা এখনো ফোনের Font Change করতে পারেন নি তারা দ্রুত চলে আসুন, A_to_Z_Tutorial_With_Sshot”.

## আমরা সবসময় চাই যে আমার ফোন অন্যের ফোনের চেয়ে আলাদা হোক। তাই আমরা সকলে নিজের ফোনকে ইচ্ছামতো Customize করতে চাই। তাই আজ আমি Root ব্যবহার কারিদের জন্য ফোনের Font Change করার জন্য একটা টিওন নিয়ে হাজির হয়েছি। আশা করছি সকলের Post টা ভালো লাগবে।

## আগেই বলে রাখি যাদের ফোন রুট করা না তারা প্লিজ টিওন টা দেখে আপনার মুল্যবান সময়টা নষ্ট করবেন না। আর যাদের পোস্ট ভালো লাগবেনা বা পোস্টে গালি দেওয়ার কথা ভাবছেন তারা Please আমার Post টা Report মেরে চলে যান আমি কিছুই বলবনা। বাট কখনো গালাগালি করবেন না।

## এটা নিয়া আমার মনে হয় অন্য কেউ এত বিস্তারিত ভাবে পোস্ট করেনি যা আমি করতেছি।

## ইসস!!! অনেক বক বক করে ফেল্লাম চলুন এবার আমরা সোজা কাজে চলে যাই,,,,,

ফোনের Font Change করার জন্য আপনার যা যা লাগবে???

  • ১. Ifont Donate Apk [ এটা আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। এটা আপনারা Download করে ফোনে Install করে রাখুন।]
  • ২. আপনার পছন্দ মতো যেকোনো ttf ফরমেটের একটা Font [ এটাও আপনারা গুগলে সার্চ করলে পাবেন। আপনি Just Font এর নাম লিখে সার্চ করলেই পেয়েছিন। যেমন: Rossmery.ttf Font,, এখানে Rossmery এর জায়গায় ইচ্ছামতো Font এর নাম লিখুন। আপনার ফোন পেয়ে গেলে সেটা Download করে Memory তে রেখে দিন।]
  • ৩. একটু মনোযোগ দিয়ে কাজ করবেন। কারণ একটু ভুল হলে ফোন Brick হওয়ার সম্ভবনা থাকে।
  • তো প্রথমে আপনারা নিচের Sshot গুলো Follow করুন,,,

    এখন Root Permission চাইলে পারমিশন Grant করে দিবেন।

    ব্যস কাজ শেষ। এখন আপনি আপনার ফোনটাকে একবার Reboot দিন দেখুন ফোনের Font Change হয়ে গেছে। Now Enjoy..

    এখন দেখুন যেভাবে আপনি আবার আপনার ফোনের আগের Default Font এ ফেরত আনবেন??

    প্রথমে আপনারা নিচের Sshot গুলো Follow করুন

    এবার ফোনটাকে Reboot দিন। ব্যস কাজ শেষ এখন আবার আগের Font ফেরত আসবে।

    ## আশা করি আপনারা সবকিছু বুজতে পারছেন। তারপরও কোথাও না বুজলে অবশ্যই একটা কমেন্ট করবেন।

    ## দয়া করে কেউ খারাপ ব্যবহার করে শেখার পরিবেশ টা নষ্ট করবেন না। মনে রাখবেন, “ব্যবহারই কিন্তু বংশের পরিচয়”.

    ## আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন।

    ## ধন্যবাদ।