আমার সালাম নিবেন,
আশা করি সবাই ভাল আছেন।আজ অনেক দিন পর ট্রিকবিডিতে পোস্ট করতেছি,,,আমাকে কি সবাই ভুলে গেছেন আমি ই সেই Os Yeasin…চলুন এখন আমরা মুল টপিক এ যাই।
Google Assistant কি?:আমরা জানি গুগল আমাদের কে কত টুকু সাহায্য করতেছে,Android মানেই গুগল ওয়েব মানেই গুগল যে কোন দরকার লাগলে আমরা গুগল কে জিজ্ঞাস করি,গুগল আমাদের কে আমাদের তথ্য অনুযায়ী লোকেশন বের করে দেই,যে আমাদের কে কোথাই গেলে এই তথ্য পাবো বা ডুকুমেন্টস পাবো।গুগল আমাদের কে যে কি উপকার করে সেটা লিখতে গেলে হাতে বেথা হয়ে যাবে,,তাই এখন বলি Google assistant নিয়ে!Google assistant এর উপকারীতা অনেক,,যেমন ধুরুন আপনার Assistant কে বলতেছেন যে ফেইসবুক ওপেন করতে ফেইসবুক ওপেন করে দিবে,,যেমন ধরুন আপনি যে কোন একটা মুভির ডিটেইলস জানতে চাচ্ছেন আপনি শুধ মুভির নাম টা বলবেন,আপনি যদি বলেন Set alarm আপনি তখন শুধ মুখে বলে আপনার alarm সেট করতে পারবেন।google asistant থেকে আপনি যে কাউকে কল করতে পারবেন,ইত্যাদি ইত্যাদি।সব থেকে মজার বিষয় হবে তখন যখন Google asistant এ বাংলা সাপোর্ট করবে।
প্রথমে আপনি Google Asistant.apkটা ডাউনলোড করেন,তারপর আপনার Settings >security>Unknown sources Enable করে দিন।
তারপর Google Asistant app টা ইন্সটল করুন।
তারপর প্লে স্টোর থেকে Google App টা আপডেট করুন
তারপর Setting এ যান
Google এ যান
উপরে ৩ ডট এ ক্লিক করে Help&feedback এ যান
তারপর View In Play Store এ ক্লিক করুন
Play store থেকে Play service টা আপডেট করুন
আবার Play Store থেকে নিচের লাউনচেয়ার লাঞ্চার টা ডাউনলোড করুন।
App Link
Home এ ক্লিক করে লাঞ্চার টা সেটাপ করুন,তারপর লাঞ্চার এর Setting এ যান,নিচের মত Desktop এ যান
Show Google asistant button enable করে দিন
শেষ কাজ শেষ এখন হোম এ আসুন দেখুন Google asistant icon পাবেন উপরে ওইটা তে ক্লিক করুন
আজ এখানেই শেষ করলাম,সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আলাহ হাফেজ।