Site icon Trickbd.com

[7.0]এখন System Ui Tuner চালু করুন আপনার Noughat Vershion এ_আর কাস্টমাইজড করুন স্টাটাস বার_রুট ছাড়া‌‧θδ

Unnamed

প্রথমে আমার সালাম নিবেন,

সবাই কেমন আছেন,আশা করি ভাল আছেন,আপনাদের দোয়াই ভালই আছি।

আজকে আমি যে বিষয় নিয়ে পোস্ট করতে চলেছি,সেই বিষয়ে পোস্ট করেছিলাম আজ থেকে ১ বছর আগে কিন্তু সেটা ছিল Android Marshmallow এর পোস্ট,সেইম ভাবেই চালু করতে হই কিন্তু ফিচারস গুলো ভিন্ন।

How To Enable System Ui Tuner On Android Noughat

প্রথম ধাপঃ
প্রথমে দেখুন সিটিংস এ গিয়ে System Ui Tuner নামে কোন কিছু আছে কিনা??নাই ত!

উপরে নোটিফিকেশন পেনেল টানুন,তারপর সিটিংস আইকন টা তে ৩ সেকেন্ড চেপে ধরে রাখুন!

তারপর দেখুন Congrats!System Ui Tuner Aded To settings এরকম লেখা আসবে,,তার মানে System Ui Tuner add হয়ে গেছে।

তারপর system ui tuner এ যান

তারপর Got it দেন

আগে Android 6.0(Marshmallow)তে Quick settings ছিল এটা তে নেই,,তবে চিন্তা কিসের system ui tuner add ছাড়াই Android Noughat এ Quick Settings Edit করা যাই,আপনি এখন Status Bar এ যান

সব থেকে মজার বিষয় হলো কি জানেন আপনি এখান থেকে যেই গুলো Untrick করে দিবেন সেই গুলো আর স্টাটাস বার এ দেখা যাবে না,,ধরুন আপনি ওয়াইফাই ইউস করতেছেন,সেটা যদি হ্যাক করা ওয়াইফাই হই তাহলে ত কোন কথাই নাই,,কানেক্টেড থাকবে সব কিছু চলবে কিন্তু স্টাটাস বার এ কোন ওয়াইফাই এর আইকন থাকবে না।খুভ মজা তাই না আপনি যার রাউটার তার পাশেই বসে চালাতে পারবেন,যেমন টা আমি করেছি।মোবাইল নেটওয়ার্ক এর সমই ও আপনি এরকম টা করতে পারবেন,নিচে দেখুন।

তারপর ফিরে এসে Do Not Distrub এ যান
এটার কাজ হলো আপনার Volume Control থেকে সহজেই Do Not Distrub চালু বন্ধ করতে পারবেন,শুধ Show With Volume Controls যদি চালু করে দিন,নিচে দেখুন।

আশা করি সবাই এই পোস্ট টা থেকে কিছুটা হলেও উপকারী তা পেতে পারেন।

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আল্লাহর কাছে আমি এটাই চাই,যে আপনার ভাল থাকুন সুস্থ থাকুন।

খোদা হাফেজ