Site icon Trickbd.com

WiFi এর মাধ্যমে কিভাবে Audio,Video, Files,Apk ট্রান্সফার করবেন?যাদের File Manager এ FTP(Files Transfer Protocol)আছে,তাদের জন্য প্রযোজ্য।

Unnamed

আশা করি সবাই ভাল আছেন

∆∆∆আজকের টপিক—FTP(Files Transfer Protocol).

®®®আমরা যেরকম 100 গজের মধ্যে Shareit দ্বারা ফাইলস ট্রান্সফার করি।ঠিক তেমননি FTP বিদ্যমান Mobile দ্বারা এক মোবাইল থেকে অন্য মোবাইলে Files Transfer করা সম্ভব।তবে এটিতে Size Restricted হতে পারে!অনেকের মনে প্রশ্ন আসে এটা নিয়ে,তাই সমাধান দিলাম।তবে কেউ এটাকে Main Shareit ভাববেন না,,যাস্ট এটার কার্যকারিতা বললাম। সব মোবাইলে হবে না

®®® যদি একটি মোবাইলে FTP থাকে,তবে যে মোবাইলে FTP নাই,সেই মোবাইল শুধু Files গ্রহণ করতে পারবে।কিন্তু FTP বিদ্যমান Mobile এ Non FTP মোবাইল দিয়ে Files পাঠানো সম্ভব নই।

@@@তাই আজ আমি FTP এর কাজ আজ দেখাবো—আমার একটা Mobile এ FTP আছে,আর একটাই নাই,,,

∆∆∆ বিশেষ দ্র:

Mobile No 1—FTP আছে
Mobile No 2— FTP নাই

### Mobile No 1 থেকে Mobile No 2 তে ফাইল ট্রান্সফার সম্ভব। কিন্তু Mobile No 2 থেকে Mobile No 1 এ ট্রান্সফার সম্ভব নই।

¶¶¶ Screenshot Follow করুন:::(বিশেষ দ্রঃ ) টি মনে রাখুন——
1.File Manager এ যায় Scroll করে FTP Option যায়।



2.FTP বিদ্যমান মোবাইলের WiFi On করি

3.যে মোবাইলে File নেবো ( 2 no mobile),সেটাতে Hotspot On করি।


4.FTP বিদ্যমান মোবাইলে WiFi Connected হলে নিচের মতো Start Service লেখা আসবে–

5.Start Service এ ক্লিক করলে,একটা ip দেবে।তা মনে রাখতে হবে/খাতায় লিখুন–

6.Mobile no 2 এর Default ব্রাউজারে যেয়ে উক্ত Ip টা সম্পূর্ণ লিখি এবং সার্চ করুন–

7.দেখুন একটা(FTP বিদ্যমান মোবাইলের) মেমোরি কার্ড Show করবে।ওখানে যায়–

8.ওখানে সব ফোল্ডার দেখতে পাবো,একটা ফোল্ডার সিলেক্ট করুন।আমি Gopal Bhar লেখায় ক্লিক করলাম–

9.দেখুন 16 টা গোপাল আছে।

10.সত্যিই FTP mobile এ16 টা গোপাল ভাড় আছে কি না!তা চেক্ করবো–


11.এখন যেকোনো একটা ফাইলে ক্লিক করলে তা ডাউনলোড শুরু হয়ে যাবে।তবে হ্যাঁ এ ডাউনলোডে কোনো MB লাগবে না

12.২ মিনিটে 183 এমবি ট্রান্সফার Complete-

13.এবার চেকিং এর সময়,সত্যিই FTP to Non FTP তে ফাইল মেমোরিতে গেছে কি না–




@@@আমার মোবাইলের ভার্সন- 6(মার্সালো)

THANK YOU

Exit mobile version