আসসালামুয়ালাইকুম।
কেমন আছেন জানতে চাইব না ।
আপনি ভালো আছেন কারন Trickbd এর সাথে থাকলে সবাই ভালোই থাকে।
তবে আজকে আমি আপনাদের দারুন কিছু দিতে চলেছি।
আমরা যারা Android ফোন ব্যবহার করি তারা প্রত্যেকেই Chrome ব্রাউজার এর সাথে পরিচিত।
এটি এমন Browser যে আপনি কোন কিছু save করলে পরে আপনি ভুলে গেলেও তা আপনাকে ফিরিয়ে এনে দেয়।
আপনাকে বার বার জিমেইল , পাসওয়ার্ড টাইপ করতে হয় না।
এটাতো সবাই ভালো জানেন।
কিন্তু আপনি জানেন কি এই Chrome ব্রাউজারে হাজারোধিক অসাধারণ hidden features রয়েছে?
তখন হাতে গোনা কয়েকজন বন্ধু উত্তর দিতে পারবেন যে আমি কয়েকটা জানি।
তো বন্ধুরা আজ সেরকম কয়েকটি features আলোচনা করবো যা জেনে আপনি আপনার chrome ব্রাউজার কে দিবেন অসাধারণ লুক।
অনেক কথা বলে ফেললাম হয়তো রাগ হচ্ছেন ।
তো চলুন শুরু করি।
দেখুন আমাদের chrome এর home page দেখতে কি রকম। আসলেই এরকম কিনা বলুন।
এখন দেখুন এটাতে home page দেখতে কেমন লাগছে । নিশ্চয়ই ভিন্ন।
তো এমন সুন্দর করবেন কিভাবে?
উত্তর হলো আপনি প্রথমে search বারে লিখুন chrome://flags
এখন নিচের মতো ইন্টারফেস আসবে।
এখন 3ডটে ক্লিক করে find in page যান।
search বারে লিখুন chrome home.
এখন নিচের দেখানো ছবির মতো default থাকবে enable করে দিয়ে relaunch now করুন।
ব্যাস এভাবে আপনি home page এর look বদলে ফেলতে পারেন।
আমরা অনেকে সার্চ বক্স এ লিখতে দুই হাত ব্যবহার করতে হয় কারণ search box ব্রাউজার এর উপরের দিকে থাকে ।
এখন আমরা search box নিচে নামিয়ে আনব।এতে করে একহাতে টাইপিং করতে পারব ।
seach box নিচে নামাতে আগের দেখানো মতো কাজ করুন,
chrome://flags>find in page>chrome home>এখন নিচের দেখানো ছবির মতো কাজ করুন।
ব্যাস হয়ে গেল। দেখুন সার্চ বক্স নিচে নেমে এসেছে।
এখন আসি chrome ব্রাউজারে আমরা যখন offline এ যাই তখন এর মতো পেইজ আসে।
এরো একটি কাজ আছে কালো ডাইনোসর এর উপরে ক্লিক করুন।
game চালু হয়ে যাবে।
এবং আপনি games স্কোর বদলাতে পারবেন।
এতো গেলো মজার ব্যাপার।
এখন আসি আরেক hidden features এ
সেটা হলো সার্চ বক্স types করে কিভাবে SDcard অর্থাৎ মেমরি দেখবেন।
প্রথমে search box এ file:///sdcard
লিখুন।
সার্চ দিন।
দেখুন SDcard দেখাচ্ছে ।
এখন আপনি ফাইল দেখতে ও বাজাতে পারবেন।
ধৈর্য্য ধরে বিস্তারিত পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আজকে আর নয় যদি ভালো লাগে আর ভালো সাড়া পাই তাহলে বাকি সব ধরনের android hidden features সম্পর্কে লিখব।
আজকের মতো এখানেই বিদায় নিতে হবে।
ভালো লাগলে সমস্ত ক্রেডিট Trickbd কে দিবেন।
আর অবশ্যই একটি like দিবেন।
(আল্লাহ হাফেজ)