প্রথমে আমার সালাম নিবেন। আশা করি সবাই ভালো আছেন।
আজকের পোষ্টটি হচ্ছে কিভাবে Redmik keyboard এর word গুলোর স্থান পরিবর্তন করবেন।
যা যা লাগবে
1.Apk editor pro
[অ্যাপটি প্রায় সবার ফোনেই পাওয়া যায় তাই ডাউনলোড লিংক দিলাম না। যদি কারো না থাকে Google থেকে সার্চ দিয়ে নামাবেন]
2.Redmik keyboard
.
.
.
.
প্রথমে Apk editor pro অ্যাপটি open করুন। select apk from app তে ক্লিক করুন।
Redmik keyboard অ্যাপটি সিলেক্ট করুন। আমি Redmik keyboard অ্যাপটির নাম change করে New Text ® রেখেছি তাই New Text ® অ্যাপটি সিলেক্ট করলাম।
এরপর Full Edit (RESOURCE RE-BUILD) তে ক্লিক করুন।
তারপর নিচে Files এ ক্লিক করে res এ ক্লিক করুন।
এরপর নিচে যান আর xml এ ক্লিক করুন।
তারপর একটু নিচে যান আর kbd_qwurty.xml এ প্রবেশ করুন।
একটি কথা বলে নেই Redmik keyboard এর বামে এবং উপরের প্রথম word টি হচ্চে q এরপর w,e,r,t,y,u,o,p ইত্যাদি।
kbd_qwurty.xml এ প্রবেশ করার পর “q” “w” “e” ইত্যাদি word গুলো দেখতে পারবেন। নিচের ss এর মতো
যেহেতু Redmik keyboard এর বামে এবং উপরের word টি q তাই xml ফাইলের “q” পরিবর্তন করে যে word টি দিবেন সেটি Redmik keyboard এর বামে এবং উপরের প্রথম word হবে। এভাবে “w” পরিবর্তন করলে তারপরের word টি পরিবর্তিত হবে।
আপনার ইচ্ছা মতো word গুলে বসিয়ে ফাইল টি save করুন।
loading শেষ হলে Remove এ ক্লিক করে অ্যাপটি uninstall করুন। তারপর Install এ ক্লিক করে নতুন অ্যাপটি install করুন।
দেখুন যেসব word গুলো পরিবর্তন করেছেন সেগুলোর স্থান পরিবর্তন হয়ে গেছে।
আজ এ পর্যন্তই। সবশেষে কোন সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন আর পোষ্টে কোন ভুল হলে ক্ষমা করবেন।