Site icon Trickbd.com

মোবাইল ক্যামেরা কেই বানিয়ে ফেলুন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

আবারো এসে গেলাম সবার মাজে নতুন একটি পোস্ট নিয়ে।আজকের পোস্ট টির বিষয় হলো কিভাবে আপনার মোবাইল ক্যামেরা দিয়ে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এর কাজ করবেন।
যা যা লাগবে:-
১.একটি এন্ড্রয়েড ফোন।
২.ফোনের ক্যামেরা 5mp+ যতো বেশি ততো ভালো হয়।
৩.একটি এপ। এপটির নাম ICE Unlock

উপরের লিনক থেকে এপস টি ডাউনলোড করে নিন..

এপটি ওপেন করুন।

Continue তে ক্লিক করুন।
একটি পিন দিন যা আপনার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ না করলে মোবাইল আনলক করতে সাহায্য করবে।
পিনটি পুনরায় দিয়ে কনফার্ম করুন। Ok তে ক্লিক করুন।

স্ক্রল করুন।
টিক দিয়ে দিন।ONYX এ ক্লিক করুন।

কোন আঙ্গুল ফিঙ্গারপ্রিন্ট এ ব্যবহার করবেন তা সিলেক্ট করুন।আমি বাম হাতের তর্জনি সিলেক্ট করলাম।
নিচে দেখানো ছবির মতো আঙ্গুল সঠিক স্থানে ধরে রাখুন।অটোমেটিকলি পর পর ৭ বার স্ক্যানিং হবে এবং ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে।
ফিঙ্গারপ্রিন্ট নেওয়া শেষ হয়ে গেলে এই পেজটি চলে আসবে।যদি এটি অন না থাকে অন করে দিন।কোনো প্রকার লক পারমিশন চাইলে পারমিশন টি ভালোভাবে পরে Always এবং Dont show me again এ টিক দিয়ে দিবেন।
ব্যাস হয়ে গেলো।
আজ এই পর্যন্তই।
ভালো থাকবেন। সুস্থ থাকবেন।নিজের খেয়াল রাখবেন।ট্রিকবিডির পাশেই থাকবেন।
Exit mobile version