Site icon Trickbd.com

একটি App এর মাধ্যমে 750 বাংলা ফন্ট ব্যাবহার করুন আপনার Android ফোনে,,। আর মনের মাধুরী দিয়ে PixelLab, PicArt, Picsay দিয়ে লেখা Style করুন।

 

 

আসসালামু আলাইকুম,,
সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা জানিয়ে শুরু করতে যাচ্ছি ট্রিকবিডিতে আমার প্রথম পোষ্ট।
আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে ভাল ও মানসম্মত পোষ্ট উপহার দিতে পারি,,,।
অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ট্রিকবিডিকে,,যার কাছ থেকে শিখতে পেরেছি অনেক কিছু,। সেই সাথে আপনাদের ও আন্তরিকভাবে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ,,,আপনাদের কষ্ট ও অক্লান্ত পরিশ্রম এর ফলে আজ ট্রিকবিডি বর্তমানে দেশের সর্ববৃহৎ টেক সাইট।

কথা দীর্ঘ না করে সরাসরি পোষ্টে চলে যাচ্ছি,,।

আমরা PicsArt,,PixelLab অথবা অন্যান্য Photo Editor এ স্টাইলিশ Unicode বাংলা ফন্ট ব্যবহার করে থাকি। কিন্তু অনেক স্টাইলিশ ফন্ট রয়েছে যেগুলো pc তে ব্যাবহার করে থাকি আর সেই ফন্টগুলো দেখলে মোবাইলে ব্যাবহার করতে মনে চাই, দুর্ভাগের বিষয় হল সেগুলো Unicode ভার্সন এ পাওয়া যায় না। আর এজন্যই ফন্টগুলো মোবাইলে ব্যাবহার করতে না পারার বিভ্রান্তিতে ভোগী।
যেমন নিচের ফন্টগুলো লক্ষ্য করুন,,,,

এই ফন্ট গুলো মোবাইল এ ব্যাবহার করা যায় না,,
তাই এই ফন্ট গুলো কিভাবে মোবাইলে ব্যাবহার করা যায় সে বিষয়ে আলোচনা করব,,,।

প্রথমে এখান থেকে বাংলা ইংলিশ মিক্স 750 ফন্ট প্যাকটি ডাউনলোড করে নিন,
মিক্স এজন্যই বললাম এখানে বাংলা এবং ইংলিশ ফন্ট সংযুক্তে ফন্ট প্যাকটি জিপ করা হয়েছে,,,,

Downlaod 750 font pack

Font গুলো Zip আকারে দেওয়া আছে Unzip করে নিন।

Unzip করার পর ফন্টগুলো আপনার ফোনের SD Card/Internal storage এ নির্দিষ্ট একটা ফোল্ডারে রেখে দিন। আমি Music Folder এ রেখেছি,,,,আপনারা যেখানে খুশী সেখানে রাখতে পারেন।

এবার নিচে দেওয়া পদ্ধতি ব্যাবহার করে App এর মাধ্যমে Convert করে Picsart,PixelLab,Picsay এবং আরো অন্যান্য Photo Editor এ স্টাইলিশ বাংলা লিখতে পারবেন। এ জন্য আপনাকে কষ্ট করে এখান থেকে App টি ডাউনলোড করে নিতে হবে,,।

Download Bijoy Converter

Download করার পর অ্যাপ open করুন,,
এখন প্রথম বক্সে আপনি যে লেখাটি দিয়ে স্টাইল করে লিখতে চান ঐ লেখাটি লিখুন।
তারপর Convert to Bijoy-এ ক্লিক করুন।

Note: অবস্যই Convert করার সময় Data চালু রাখবেন,,,।

Convert করার পর দ্বিতীয় বক্সে কিছু লেখা চলে এসেছে।
এবার, দ্বতীয় বক্সের লেখাগুলো কপি করুন।

তারপর আপনার ফোন থেকে PixelLab অপেন করে Edit text এ গিয়ে কপি করা লেখাটি Paste করুন।

এবার স্ক্রিনশট অনুযায়ী font এ click করুন।

এখন My Fonts সিলেক্ট করে আপনি যে ফোল্ডারে ফন্ট গোলো রাখছেন সেটি open করে add directory সিলেক্ট করুন।

____________________________________

এবার দেখুন ফন্ট গুলো My Fonts এ চলে এসেছে,,। এখন এখান থেকে আপনার মনের মত ফন্ট পরিবর্তন করুন।

ব্যাস হয়ে গেল আপনার স্টাইল করা ফন্ট।

কারো বুঝতে সমস্যা হলে অবস্যই কমেন্ট করবেন।
ধন্যবাদ সবাইকে পোষ্ট টি কষ্ট করে পড়ার জন্য,,।
আর হ্যা পোষ্টে যদি কোন ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন,, কারন ভুল মানুষই করে। দোয়া করবেন আগামীতে যেন আরো ভাল কিছু নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পারি।

ভাল লাগলে আমার Youtube channel টি Subscribe করবেন।

Subscribe Me

Exit mobile version