Site icon Trickbd.com

ফোনের Dialer এর মাধ্যমে আপনার প্রয়োজনীয় ফাইল গুলো লুকিয়ে রাখুন …একদম নতুন ট্রিক 2018

Unnamed

Wellcome to TrickBD

কেমন আছেন সবাই। আশাকরি আল্লাহতা*লার রহমতে সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি দারুন একটি টিউটোরিয়াল …

এই টিউটোরিয়ালে দেখাবো ফোনের ডায়ালারের /Dailer এর কিছু গোপন ট্রিকস ….

আপনারা হয়তো ফোনের বিভিন্ন ফাইল লক করার জন্য ফাইল লকার ব্যাবহার করেন…..

আজ দেখাবো এই ধরনের ফাইল লকার ব্যাবহার না করেও আপনার প্রয়োজনীয় ফাইল যেমন : Picture ,Video , audio contact ইত্যাদি ফাইল হাইড করে রাখতে পারবেন….আপনার Dailer এর মাধ্যমে…..

কথা না বারিয়ে কাজে চলে যাই….

প্রথমে প্লেস্টোর থেকে এপসটি ইনস্টল করে নিন..

Apps Link : Download Now

এর পর এপসটি ওপেন করলে নিচের মত আসবে….

এরপর

এরপর নিচের মত আসবে সেখানে আপনাকে একটি নাম লিখে Save করে দিতে হবে….যে নামটি ব্যাবহার করবেন সেই নামটি অবস্যই মনে রাখবেন…

এরপর আপনাকে একটি Password তৈরি করতে বলবে….আপনার ইচ্ছে মত 4 ডিজিটের একটি Password দিয়ে Ok করে দিন….এরপর আবার একই pass দিয়ে কনফার্ম করে দিন…

যেমন আমি 1234 ব্যাবহার করলাম…

Password টি অবস্যই মনে রাখবেন..

এরপর আমরা আমাদের ফোনের হোমপজে চলে যাব……
এবং আমরা যে apps টি ইনস্টল করেছি তার নাম MyDailer নামে হোমপেজে দেখতে পাবেন …সেখান থেকে আমরা Apps টি ওপেন করব…..

এরপর Dailer এর মত আসবে …এবার আমরা প্রথমে যে password টি ব্যাহার করেছিলাম সেই Password টি দিয়ে ok করে দিন….

ব্যাস এবার নিচের মত interface দেখতে পাবেন…এখানেই আপনি আপনার পারসোনাল ফাইল গুলো এনে হাইড করে রাখতে পারবেন….
এবার আপনি যদি Picture রাখতে চান তাহলে image এর উপর ক্লিক করতে হবে এর পর নিচ থেকে + বাটুন এ ক্লিক করে দিবেন…

এবার আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে সেখান থেকে সিলেক্ট করে Done এ ক্লিক করে দিবেন….তাহলে গ্যালারি থেকে সেই ফাইল গুলো জাইড হয়ে যাবে…

আর আপনার যখন ফাইল গুলো দেখার ইচ্ছে হবে তখনই Dailer এ গিয়ে সেই Password দিয়ে ওকে করে দিবেন তাহলেই আপনাদের সামনে ফাইল গুলো চলে আসবে…

আর একটি কথা আপনার যখনই Apps টি uninstall করে দিবেন তখন অবস্যই হাইড করা ফাইল গুলো রিমোভ করে দিবেন তা না হলে কিন্তু ফাইল গুলো আর পাবেন না…

রিমোভ করার জন্য Just আপনাকে ফাইল গুলোর উপর চাপ দিয়ে ধরতে হবে এরপর উপরে চোখের মত একটা icon দেখতে পাবেন সেখানে ক্লিক করে দিবেন..

এরপর আপনাকে যা করতে হবে…!! আপনি সুধু ফোনের নরমাল Dialer টাকে সরিয়ে এই MyDialer Apps টি সেখানে রেখে দিবেন….ব্যাস কাজ শেষ এই Dailer টাকে দিয়েও আপনি সব কাজ করতে পারবেন ফোনের Dialer এর মত…

আর যখনই আপনার দেওয়া সেই password দিয়ে কলিং এ চাপ দিবেন তখনি আপনার হাইড করা ফাইল চলে আসবে…..তাই কেউ বুঝতেও পারবেনা আপনার ফাইল গুলো কোন লকার দিয়ে লক করা….

এছারাও আরো অনেক ফিচার আছে যা আপনার ঢুকলেই বুঝতে পারবেন….

আসাকরি সবার টিউটোরিয়ালটি ভাল লেগেছে….

এরপরও যদি কেউ না বুঝেন তাহলে নিচের ভিডিওটি দেখুন…..

প্রিয় ভাইয়েরা আমি একজন ক্ষুদ্র ইউটিউবার …তাই দয়া করে আমার চ্যানেলটিকে Subscribe করে আপনাদের পাশে থাকার শুযোগ করে দিন…

Please Subscribe: My channel

বি: দ্র: যদি কোন ভুল ভ্রান্তি হয় অথবা আপনার ভিডিও টি খারাপ লাগে তাহলে ক্ষমার দৃস্টিতে দেখবেন।

আশা করি সবাই ভালো থাকবেন।

নিত্য নতুন ট্রিক পেতে Trickbd এর সাথেই থাকুন।
সকলের সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।