Site icon Trickbd.com

[No Root]App Not Install এর নতুন সমাধান+সহজ পদ্ধতি_নতুন এপ দিয়ে_Full Method_θδ

Unnamed

শুভ বিকাল!

কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন।

Android ভার্শন যত আপগ্রেড হচ্ছে ততই মোড করা এপ গুলা ব্যবহার করা কঠিন হয়ে যাচ্ছে।শুধ তাই নই এমন অনেক এপ ই আছে কোন ভার্শন এ ই কাজ করে না।

যেমন এপ ইন্সটল করতে গেলে এরকম দেখাই।


ইত্যাদি ইত্যাদি_____∅

এখন সবার প্রশ্ন হলো তাহলে এই এপ গুলা কিভাবে ইন্সটল করা যাই__এটার সমাধান নিয়েই আজকের পোস্ট।

প্রথমে নিচ থেকে এপ টা ডাউনলোড দেন।

App Cloner Latest.apk

এপ টা ইন্সটল করুন এবং ওপেন করুন তারপর সাইডে টান দেন_নিচের মত প্লাস আইকন এ ক্লিক করেন,তারপর From a Directory তে ক্লিক করুন।

তারপর যেই এপ টা ইন্সটল হই না সেটা সিলেক্ট করুন।

কিছুক্ষন সমই নিবে অপেক্ষা করুন

তারপর নিচের মত করে আসবে Name এ ক্লিক করেন

এপ টার অরজিনিয়াল নাম বাদে যে কোন একটা নাম দিন

তারপর ওকে করেন নিচের মত টিক চিনহ ওয়ালা আইকন এ ক্লিক করেন

অপেক্ষা করুন

ইন্সটল করুন

Install___!

Done___✓

সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ.কোন সমস্যা হলে কমেন্ট করবেন।

ফেইসবুকে আমি