Site icon Trickbd.com

এবার আপনার এনড্রয়েড ফোনকে Teamviewer এর মাধ্যমে পিসিতে Cast করুন।[Need Internet]

বিসমিল্লাহির রহমানির রহিম

আসসালামু আলাইকুম।

আশা করি সবাই ভালো আছেন।আমি বিভিন্ন পোস্টের কমেন্ট এ দেখেছি অনেকে Remote desktop সর্ম্পকে জানতে চেয়েছেন।তাই আজকে আপনাদের জন্য এ সর্ম্পকে আলোচনা করব।

রিমোট ডেস্কটপ কী:

প্রথমে আমাদের জানতে হবে রিমোট ডেস্কটপ কী? রিমোট ডেস্কটপ হল এমন একটি পদ্ধতি যার মাধ্যমে পিসির  screen ফোনে বা ফোনের screen পিসিতে ইউজ করতে পারবেন।আজকে আমি কীভাবে মোবাইল ফোন এর screen পিসিতে Cast করবেন তা দেখাব।

প্রয়োজনীয় যন্রপাতি:

যেভাবে করবেন:

    1. প্রথমে Playstore থেকে Teamviewer Host নামক এপসটি ইন্সটল করুন।
    1. এরপর এটি ওপেন করুন এবং একটি নতুন একাউন্ট খুলুন।
    1. এখন আপনার পিসিতে  যেকোনো ব্রাউজার( firefox,chorme,microsof edge) এ প্রবেশ করে নিচের লিংকে যান। Go Here এবং একটু আগে যে একাউন্ট খুল্লেন তা দিয়ে লগইন করুন।
    1. লগইন এর পর নিচে যে ডিভাইস দিয়ে একাউন্ট খুলেছিলেন তার নাম দেখতে পাবেন।নাম এর পাশে Connect লেখাতে ক্লিক করুন।
    1. এরপর পিসিতে একটি পপআপ মেনু আসবে teamviewer ওপেন করার জন্য।আপনি ওপেন এ ক্লিক করবেন।যদি  teamviewer আগে থেকে install থাকে তাহলে সমস্যা নেই আর যদি না থাকে তাহলে ডাউনলোড করে luanch করে নিবেন।
    1. এরপর teamviewer পিসিতে নতুন একটি ট্যাব খুলবে কিন্তু আপনি কিছু দেখতে পাবেন না,এর আগে ফোনে teamviewer থেকে পারমিশন চাইবে এবং Start Now  দিবেন।


    1. এর পর আপনি আপনার মোবাইল ফোনের screen পিসিতে দেখতে পাবেন।
    1. এরপর এখান থেকে বের হতে screen এর উপর তীরযুক্ত আইকনে ক্লিক করুন।

এই পোস্টটি সর্ম্পূন নিজের ভাষায় করা এবং ট্রিকবিডিতে প্রথম।তাই কপি পেস্ট থেকে বিরত থাকবেন।যদি করতে চান অনুমতি নিয়ে করবেন এবং ক্রেডিট দিবেন।

আল্লাহ হাফেজ।