কেমন আছেন সবাই আশা করি সবাই ভাল আছেন।
আজকে আপনাদের কে দেখাবো কিভাবে আপনি আপনার Android এর সিস্টেম এপ গুলা কে আন ইন্সটল করবেন।
আমার কাছে এটাই সব থেকে আপগ্রেড এবং সহজ পদ্ধতি।
অবশ্যই আপনার পিসি লাগবে এর জন্য।
সিস্টেম অনেক সফটওয়্যার আছে যেই গুলা আমরা ব্যবহার করি না অযথা পরে থাকে+র্যাম ত খাচ্ছেই+ব্যাটারি চার্জ এর ও অংশীদার ওরা।তাই ওদের কে আন ইন্সটল করলে আমাদের মোবাইল আরো স্মোথ ভাবে চলবে।
আমি এর আগে একটা নিয়ম শেয়ার করেছিলাম এই বিষয় নিয়ে,কিন্তু ওই নিয়মে অনেকেই ব্যার্থ হয়েছেন আবার অনেকই পেরেছেন।
আশা করি এই পদ্ধতি তে সবার কাজ করবে।
তাহলে শরু করা যাক!
প্রথমে আপনার পিসিতে ড্রাইবার ইন্সটল করতে হবে adb driver ইন্সটল করা থাকলেই হবে না হলে adb driver ডাউনলোড করে ইন্সটল করুন।
Download Here Adb Driver Latest.Zip
এক্সট্রাক্ট করলেই বুঝতে পারবেন কিভাবে ইন্সটল করা লাগে।
তারপর Adb Binary Download করতে হবে,নিচ থেকে ডাউনলোড করে নিন আপনার পিসির ওপারেটিং সিস্টেম অনুযায়ী।
যিপ ফাইল টা কে এক্সট্রাক্ট করুন।
আপনার মোবাইল পিসির সাথে কেবল দিয়ে কানেক্ট করুন।
Adb Binary.zip যেটা এক্সট্রাক্ট করেছেন সেটা তে ঢুকেন।নিচের মত আসবে।
তারপর Adb এর উপর গিয়ে মাউস এর রাইট বাটন এ ক্লিক করুন,তারপর নিচের মত আসলে “open command window here” তে ক্লিক করুন।
Cmd ওপেন হবে নিচের মত তারপর আপনি টাইপ করুন adb devices Enter চাপুন,তারপর আপনার মোবাইলে Usb Debugging এর পারমিশন চাবে নিচের মত আপনি Allow করে দিন।
আবার টাইপ করুন adb Shell Enter চাপুন,
নিচের মত আসবে।
এখন আপনি আবার লিখবেন pm list packages | grep’Google’ Enter চাপুন,দাড়ান আপনি যদি আপনার মোবাইল এর Firmware এর নিজস্ব এপ আন ইন্সটল করতে চান তাহলে Google এর যাইগাই ধরুন আপনার মোবাইল Oneplus তাহলে আপনি Oneplus লিখে Enter চাপবেন তাহলে শুধ Oneplus এর যে কইটা এপ আছে আপনার মোবাইলে সেই কইটা এপ ই আপনি আন ইন্সটল করতে পারবেন।আর যদি আপনি Google এর যে কোন এপ আন ইন্সটল করতে চান তাহলে Google লিখবেন।
নিচের মত এপ গুলার পেকেজ নাম গুলা শো করবে।
এখন আপনি কোন এপ আন ইন্সটল করবেন তার পেকেজ নাম টা আপনাকে জানতে হবে তারজন্য আপনি একটা এপ ডাউনলোড করুন নিচ থেকে।
ডাউনলোড শেষ হলে ওপেন করেন App List এ যান
যেই এপ টা আন ইন্সটল করতে চান সেটার উপর ক্লিক করুন।
দেখুন পেকেজ নাম টা শো করছে আপনি এটা মুখস্থ করে রাখুন বা লিখে রাখুন।
তারপর Cmd তে আবার লিখুন pm uninstall -k — user 0 com.google.android.gm আপনি যেটা আন ইন্সটল করবেন সেটার পেকেজ নাম টা দিবেন Com.google.android.gm এর জাইগাই।
তারপর Enter চাপুন দেখুন এপ টা আন ইন্সটল হয়ে গেছে
এভাবে আপনি সিস্টেম এপ গুলা কে আন ইন্সটল করতে পারবেন খুভ সহজেই,কোন রিস্ক নাই এতে।
সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।