আজ শেয়ার করতে যাচ্ছি জাভা ফোনের ওপেরা মিনি যেটা আপনি খুব সহজেই আপনার এন্ড্রয়েড ফোনে ব্যবহার করতে পারবেন।
** অনেকে ভাববেন এ আর নতুন কি! এটাতো সবাই জানে। – এ পোস্টটি সবজান্তাদের জন্য নয়।
## আসলে এই এপ দুটি আমার ফোনে অনেক বছর যাবৎ ছিল। কিন্তু নেটে এখন আর এটা খুঁজে পাওয়া যায় না। সো,এসইও (SEO) ও ট্রিকবিডির স্বার্থে এ নিয়ে পোস্ট করলাম যেন ভবিষ্যতে কেউ ফাইল দুটি খুঁজলে ট্রিকবিডিতে এসে ডাউনলোড দেয়।
## গত পোস্টটি নিয়ে যারা হাসাহাসি করছিলেন তাদের উদ্দেশ্যে বলছি, ঐ পোস্টটি এখনও অনেক গুরুত্বপূর্ণ ও ভালো এসইও ইফেক্ট ফেলবে বলে আমি মনে করি। আপনারা যদি এসইও আমার চেয়ে বেশি জেনে থাকেন তাহলে সেটা এখানে পোস্টের ভিতর প্রয়োগ করুন। “What I’d do about jealous people? – Just Ignore!”
## যাই হোক মূল পোস্টে ফিরে যাই। এই এপ দুটি Actually জাভা এপই। একে ইমুলেট করে আপনারা চালাইতে পারবেন।
## আর হোস্ট থাকবে Nokia N95 তাই সব সাইট জাভার মতই ব্রাউজ করা যাবে আপনার এন্ড্রয়েড ফোনে।
## শুনেছি কিছু সিমে ফেসবুক ফ্রি চালানো যায় জাভা ফোনের মাধ্যমে। তারা এর মাধ্যেমে ফ্রি ফেসবুক চালাতে পারবেন। (আমি অন্তত চালাইঃ ধন্যবাদ এয়ারটেল!)
যা যা লাগবেঃ
## andme signed.apk [808kb]
## Opera mini 4.4.apk [484kb]
## Opera mini 8.apk [337kb]
যেভাবে ইনস্টল করবেনঃ
## প্রথমেই andme signed.apk ইনস্টল করবেন। (ওপেন করার দরকার নেই, করলে ক্রাশ করবে)
## এরপর আপনার পছন্দমত দুটি ওপেরার যেকোনো একটি অথবা দুটিই ডাউনলোড করেন।
## ইনস্টল করেন। ওপেন করেন।
## লোডিং শুরু হয়ে ওপেরা ইনস্টল হবে।
## বড় স্ক্রিনওয়ালারা ওপেরার টেক্সট ঝাপসা দেখলে, সেটিংস থেকে স্ক্রিন সাইজ ছোট করে নিয়েন।
কিছু স্ক্রিনশটঃ
## ধন্যবাদ!
?????????????????????????????????????☔
## by Riadrox
Email: riadrox@gmail.com
Facebook: fb/myself.riadrox