Site icon Trickbd.com

ভুলে মুছে ফেলা Notification কে পুনরায় আবার দেখুন

আশা করি সবাই ভালো আছেন । কারণ TrickBD এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের আশিরবাদ এ আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য আরেক টা নতুন টিপস ।টিপ্সটা হলো আমরা অনেক সময় Notification কে না পড়েই মুছে ফেলি।অনেক সময় সেটা আমাদের পড়ার প্রয়োজন পরে।কিন্তু আমরা অনেক চেষ্টা করেও পড়তে পারি না।

আজকে দেখাবো মুছে ফেলা Notification আবার কিভাবে পাবো।
আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।

ফোনের HomePage এ Long Press করে ধরে রাখুন

তারপর Screen Shot গুলো Follow করুন।




এবারে নিচের মত আপনি সব Notification Log গুলো দেখতে পাবেন।

আজকে এ পর্যন্ত ই
ধন্যবাদ সবাইকে।

সৌজন্যেঃ

TipsBD24.Net