Site icon Trickbd.com

মোবাইলে অতিরিক্ত চার্জ দেওয়ার কারণে আপনার মোবাইল ও আপনি ক্ষতি গ্রস্থ হতে পারেন।সময় থাকতে সর্তক হন।

Unnamed

আশা করি সবাই ভালো আছেন।

বন্ধুরা আজকে আপনাদের মাঝে
অন্য রকম সর্তক বানি শেয়ার করবো।
তো একটু না বললে নয় প্রতি দিন কত
টিউনার আপনাদের জন্য পোষ্ট করে
কোন ধরনের সার্তকতা ছাড়া, তো
আপনারা অনেক কিছু জানতে ও শিখতে পারেন।
তো টিউনারদের অনেক সময় অনেক কিছু চাওয়ার
থাকে সেটা হচ্ছে একটা Subscribe।
আপনারা যদি একজন টিউনারের পোষ্ট দেখে এক
বিন্দু উপকৃত হন তাহলে একটা Subscribe করবেন।
কেউ মনে কিছু করবেন না ভাইয়ারা।

তো চলুন কাজের কথায় আসি।
সর্তক বানিটি হচ্ছে যে আমরা অধিক সময় ধরে মোবাইল – ফোন চার্জ করি
আপনি কি কখনো ভাবছেন এই অধিক সময় ধরে চার্জ করলে আপনার মোবাইল বা আপনি ক্ষতি গ্রস্ত হতে পারেন।এছাড়া ও আপনার ব্যাটারির টেমপার কমে যেতে পারে।
অনেক সময় দেখা যায় অধিক সময় মোবাইল চার্জ দেওয়ার ফলে মোবাইল টি গরম হচ্ছে এটা হয় তো সবাই কম বেশি ফেস করছেন।এই গরম হয়ে যাওয়াতে আপনার মোবাইল টি ব্যালাস্ট /নষ্ট হতে পারে।
কারণ চার্জার গরম ও মোবাইল দুইটা এক সাথে গরম হলে মোবাইল ব্যালাস্ট হওয়ার সম্ভবনা রয়েছে। এছাড়া ও অনেক সময় বিদ্যুৎ এর অতিরিক্ত ভোল্টয়ের কারণে মোবাইল নস্ট হতে পারে।তো আমি সবাই কে সাজেস্ট করবো অতিরিক্ত চার্জ না দিতে।কিন্তু মোবাইলে ফুল চার্জ হয়েছে কি না এটা দেখতে অনেক বিরক্ত লাগে তো আপনাদের আর বিরক্ত হওয়া লাগবে না আজ আমি আপনাদের মাঝে দারুণ একটা অ্যাপস শেয়ার করবো অ্যাপসটার কাজ হচ্ছে ফুল চার্জ হলে আপনাকে অ্যালারাম দিয়ে জানিয়ে দেওয়া এতে আপনার ক্ষতি হওয়ার সম্ভবনা থাকবে না।তো চলুন অ্যাপটা রিভিউ দিয়ে আসি।
1.Step:অ্যাপসটি Play store Battery Alarm থেকে ডাউনলোড করুন। setting এ যান।

2.Step:এখানে সব গুলো অন করে দিন।বিশেষ করে
full Battery alarm ও Low Battery alarmঅ্যাকটিভ করে
দিন।ফুল চার্জ হলে আপনাকে সংকেত দেবে।

3.Step:Alarm Tone যান।

4.Step:এখান থেকে আপনার পছন্দমত টোন সেভ করুন।

5.Step:Silnce after এ যান।


6.Step:কত মিনিট পর অ্যালারাম বন্দ করতে চান সেটা নিবার্চন করুন।

আজ এ পর্যন্ত সবাই সুস্থ ও ভালো থাকুন।
আপনার যদি এক বিন্দু ও উপকৃত হন তাহলে একটা SUBSCRIBED NOWএর আশা তো করতে পারি।