প্রথমে আমার সালাম নিবেন,আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি।
আজকে আমার এই পোস্টের বিষয় হলো কিভাবে Android স্ক্রিন নিয়ে ফেইসবুক লাইভে যাওয়া যাই।ফেইসবুক লাইভে শুধ আমাদের মোবাইলের Front Cemera এবং Back Cemera দিয়ে যাওয়া যাই,আজকে আমি দেখাবো কিভাবে ফেইসবুক লাইভে Android স্ক্রিন এ লাইভে যাবেন,ধরুন আপনার প্রিয় গেইম সেটা যদি সবাইকে লাইভে দেখাতে চান কেমন হবে, অবশ্যই ভালো লাগবে কারন আপনার খেলা সবাই লাইভে দেখুক সবাই চাই।
যারা জানেন তারা কেউ খারাপ মন্তব্য করবেন না,এমন অনেকেই আছেন যারা এটা যানেন না।তাদের জন্যে ই আজকের আমার এই পোস্ট।
অবশ্যই ফেইসবুক এপ লাগবে এর জন্য ফেইসবুক এপ ছাড়া হবে না।কারোন যদি ফেইসবুক এপ না থাকে তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন।
নিচ থেকে একটা এপ ডাউনলোড করে নিন।
download Now
তারপর নিচের মত কয়েকটা পারমিশন আসবে সব গুলা এলাউ করে দিন।
লগ ইন হলে নিচের মত আসবে আপনি যদি ফেইসবুক প্রোফাইলে লাইভে যেতে চান তাহলে Stream my timeline এ যান,যদি আপনি আপনার পেইজে লাইভে যেতে চান তাহলে Stream To my page এ ক্লিক করুন।
পছন্দ মত স্ক্রিন রিসোলেশন দিয়ে Live Screencast Now তে ক্লিক করুন।
তারপর একটা লাইভ আইকন আসবে ওইটা তে টাচ করলেই ১০ সেকেন্ড পর লাইভ শরু হবে,স্ক্রিনশট নেয়ার জন্যে ভুলে গেছি তাই স্ক্রিনশট টা দিতে পারছি না।
আশা করি সবাই পারবেন এই নিয়মে,কারো কোন সমস্যা হবে না।যদি কারো কোন সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন।
আজকের মত এখানেই শেষ করলাম,সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
ধন্যবাদ!!