আমার দেখা মতে বেশিরভাগ user Google Drive থেকে Download করতে বেশি আগ্রহী । সবাই চায় Ad free & fast Download করতে তাই অনেকেই Google Drive link চায়।
সতর্কতাঃ Drive এও কিন্তু Download problem হয় । যদি আপনারা ছোট File Download দেন তাহলে বুজবেন না ।যখন বড় File Download দিবেন তখনই টের পাবেন প্যারা কি জিনিস । যেমন আমার কাছে আছে আছে 100 MB Download দিলাম 1014MB । পরের দিন 1GB নিবো বাকিটুকু Download করব। পরের দিন দেখি এইরকম।
ম্যাজাসটা খারাপ হয়ে গেল । আর Download ই হয় না। অন্য গুলা complete হয়ে যায় এইটা Start ই হয় না। আমার 52MB জলে । Extra যেগুলো খাইছে সেগুলো বাদই দিলাম।
যদি Failed দেখাত তাহলে না হয় link update করে নিতাম কিন্তু তাও না । তাই সতর্ক থাকুন ।
তাহলে আপনারা এখন কি করবেন?
Ans: আমি suggest করব এমন Downloader ব্যাবহার করুন যাতে problem হলে link update করে নিতে পারে ( Failed না দেখালেও) । আপনারা চাইলে ADM Pro ব্যাবহার করতে পারেন । এইটা আমার মতে Best ।
You can follow option for more advantage
Option : আপনারা যদি Drive link থেকে আরও fast download করতে চান তাহলে নিচের মতো page আসলে এর
যেসব টিউনার Drive link দেন তারা যদি ঐ page এর link দেন (যদি ঐরকম page আসে) তাহলে User রা আরও Fast & smoothly download করতে পারবে।
আমার পরের Download এর অবস্থা দেখুন
যদি আমি আপনাদের সহায্য করতে পেরে থাকি তবে অবশ্যই জানাবেন ।
সবাই ভালো থাকুন সুস্থ্য থাকুন এবং কপি পেষ্ট থেকে বিরত থাকুন।