Site icon Trickbd.com

Sketchware দিয়ে তৈরি করুন Android Gallary অ্যাপ এর Intro……….

Unnamed

প্রথমে আমার সালাম নিবেন। আশা করি সবাই ভালোই আছেন।

আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটি টিউন। টিউনটি হচ্ছে কিভাবে একটি Gallary App তৈরি করবেন।

আপনি যে App টি তৈরি করবেন তা নতুন কোন App না এই App টি আপনার ফোনেরই। মানে আপনি যে App টি তৈরি করবেন সেটিতে Open করলে আপনার Gallary Open হবে।

App টি তৈরি করবেন Sketchware অ্যাপ দিয়ে। অ্যাপটি Play Store থেকে ডাউনলোড করে নিন।

প্রথমে Sketchware অ্যাপটি Open করুন

Create New Project এ ক্লিক করুন।

App এর নাম এবং Logo দিন। create new app এ ক্লিক করুন।

এরপর আমাদের Action Bar টি remove করতে হবে। উপরের 3 dot এ ক্লিক করতে হবে।

এরপর View Manager এ ক্লিক করতে হবে।

Main.xml এর অংশে ক্লিক করুন।

এরপর Theme এর Default এ ক্লিক করুন এবং No Action Bar ক্লিক করুন। এরপর Ok দিয়ে back বাটন এ ক্লিক করুন

দেখুন Action Bar চলে গেছে। এবার LOGIC এ ক্লিক করুন।

Components এর + চিহ্নিত অংশে ক্লিক করুন

Enter variable name এ open লিখে Add এ ক্লিক করুন। [open এর সব word Small Letter এ হবে]

OnCreate এ ক্লিক করুন। এরপর Component এ ক্লিক করুন।

set action বারটি চেপে উপরের অংশে নিয়ে যান ss এর মতো। একই ভাবে Set Data,Start Acitivity,Finish Activity উপরে নিয়ে যান।



এরপর Inrent এ ক্লিক করে open এ mark দিয়ে Select এ ক্লিক করুন।

এরপর Set Action এ ক্লিক করে Action_View তে mark দিন এবং select এ ক্লিক করুন

এরপর দ্বিতীয় লাইনের Inrent এ ক্লিক করে open এ mark দিয়ে Select এ ক্লিক করুন।

এরপর SetData তে ক্লিক করুন এবং content://media/external/images/media Enter value তে লিখে Save করুন

এরপর তৃতীয় লাইনের Inrent এ ক্লিক করে open এ mark দিয়ে Select এ ক্লিক করুন।

এরপর back দিয়ে Run ক্লিক করুন

loading শেষ হলে app টি install দিয়ে open করুন

দেখবেন Gallary open হয়েছে

পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে Like দিয়ে সাথে থাকবেন।
আজ এ পর্যন্তই। কোন ভুল হলে ক্ষমা করবেন।