Site icon Trickbd.com

নিয়ে নিন Google chrome এর সকল service link আর ইচ্ছামত customize করুন আপনার Google chrome কে।

Unnamed

আসসালামু আলাইকুম

আশা করি ভালো আছেন।


আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের সকলের পরিচিত Google Chromeএর সকল service link।Google Chromeআমার দেখা সেরা browser অ্যাপগুলোর মধ্যে অন্যতম।এটি নিয়ে বেশি কিছু বলার নেই কারন এটি যে ব্যক্তি মোবাইল ব্যাবহার করে তার কাছে অতি পরিচিত।নাম থেকেই বোঝা যায় এটির devloper হলো গুগোল।

যাদের ফোনের র‍্যাম বেশি তারা এই অ্যাপটি ব্যাবহার করতে পারেন খুব সহজেই।আর বর্তমানে সকল Android phone এ এটি ডিফল্ট হিসেবে থাকে।

তো চলূন প্রথমে chrome service link তা জেনে নিইঃ

Google chrome service link:

Google chrome এ কিছু কাজ সহজে করার জন্য কিছু ছোট ইউঅারএল ব্যাবহার করে এগুলোই Google chrome service url বা লিনক।যেমনঃchrome://version/ এই লিনক চেপে এন্টার দিলে chrome chrome version সম্পর্কিত তথ্য পাবেন।chrome://history/ এই লিনক চেপে এন্টার দিলে আপনার browsing history দেখতে পাবেন।তো এরকম শত শত লিনক আছে যেগুলো নিয়ে মাঝে মাঝে trickbd তে মাঝে মাঝেই পোস্ট করা হয়।

তো কিভাবে সকল লিনক একবারে খুজে পাবেন তাই নিয়ে আমার পোস্ট।প্রথমে Google chrome এ গিয়ে chrome://chrome-urls/ এই লিনক চেপে এন্টার দিলে আপনি পেয়ে যাবেন Google chrome এর সকল service .

আর কিছু লিনক আছে খুজে নাও পেতে পারেন সেরকম কয়েকটা লিনক আমি দিয়ে দিচ্ছিঃ


সাবধানতাঃ

এগুলো দিয়ে ইচ্ছা মতো customize করুন।কিন্তু না বুঝলে হাত লাগাবেন না কোন ক্ষতি হলে আমি দায়ী নই।

তো আজকের মত এখানেই বিদায়।ইনশাআল্লাহ আ আবারো হাজির হব নতুন কোন পোস্ট নিয়ে

note:
পোস্টটি আমি এসইও ফ্রেন্ডলি করার চেষ্টা করেছি।রিয়াদ ভাইকে ধন্যবাদ আমাদেরকে এসইও সম্পর্কে জানানোর জন্য।

আমার জন্য সবাই দোয়া করবেন।কোনো সমস্যা হলে কমেন্ট করুন।আর হ্যা আমি মোবাইল ফাস্ট করার জন্য একটা পোস্ট করতে চেয়েছিলাম এই সপ্তাহে কিন্তু ব্যাস্ততার কারনে করতে পারলাম না।এজন্য ক্ষমা প্রার্থী আমি।তবে দ্রুতই করার ইচ্ছা আছে।
।এই পোস্ট এর আগে করা হয়নি তাই করলাম সকলকে ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য।