Site icon Trickbd.com

[Hot Post]আপনার পছন্দের ব্রাউজার Google Chrome কে বানিয়ে ফেলুন Material Design খুভ সহজেই

Unnamed

প্রথমেই আমার সালাম নিবেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি।

আজকের পোস্টের বিষয় হলো কিভাবে আপনি আপনার প্রিয় ব্রাউজার Google Chrome কে Material Style করবেন।

এখন সবার কথা হলো Material Style করার কোন দরকার আছে?যুগের সাথে সাথে Android এর যত আপগ্রেড বের হচ্ছে নানাধরেন সফটওয়্যার গুলো ও Material ডিজাইন করেছে,তাতে দেখতেও ভালো লাগে তাই না।কিন্তু দুঃখের ব্যপার হলো আমাদের সবার প্রিয় Google Chrome এর Material Design টা এখনো হাইড অবস্থাই আছে,কেন এরকম করে রেখেছে কে জানে।আজকে দেখাবো কিভাবে এই হাইড থাকা Material Design টা Enable করব।

প্রথমে নিচ থেকে Google Chrome Beta Download করে নিন,বেটা ভার্সন ছাড়া কাজ করবে না Google Chrome যখন ব্যবহার ই করেন তাহলে বেটা ভার্সন টাই ই ব্যবহার করেন একটু অন্য রকম ভাবে।

Google Chrome (beta).apk (Play Store)


ডাউনলোড হলে ওপেন করুন।

তারপর Address বার এ নিচের মত করে লেখুন এবং Go তে দিন।

নিচের মত আসবে তারপর উপরে সার্চ অপশন পাবেন ওইখানে লিখুন Modern Design


তারপর নিচের মত আসবে Default এ ক্লিক করুন

Enable করে দিন করার পর ব্রাউজার টাকে রি স্টার্ট করুন

দেখুন মজা!!

Material Design Screenshoots:








আশা করি পোস্ট টা সবার কাছে ভালো লেগেছে,,কারো কোন সমস্যা হবে না এতে আশা করি।

কেমন লেগেছে তা কিন্তু জানাবেন অবশ্যই।আজকের জন্য পোস্ট টা এখানেই শেষ করলাম।

ধন্যবাদ সবাইকে!

Download Latest Ported Moded Apps__FolloW My Website

ফেইসবুকে আমি

Join Our PhotographY Group Landscape Of Photoshop® On Facebook

Exit mobile version