Site icon Trickbd.com

মোবাইলের data connection চালু না হলে নিয়ে নিন সমাধান…. ১০০% কার্যকরী tricks ….

Unnamed

হ্যালো,
আসসালামু আলাইকুম,আজ আমি হাজির হলাম গুরুত্বপূর্ণ একটি মোবাইল নেটওয়ার্ক tricks নিয়ে। যা এর আগে হয়তো শেয়ার করা হয়েছে।
যদি শেয়ার করা হয়েও থাকে তবে সেটা লোকচক্ষুর আড়াল হয়ে যাওয়ার কথা বিবেচনা করে পোস্ট টি পাবলিশ করবেন।

মোদ্দাকথা হলো- পোস্টটি যদি খুব দরকারী বা গুরুত্বপূর্ণ ট্রিক্স সম্বলিত না হয়ে থাকে তবে delete করে দিতে পারেন ।

তো কথা না বাড়িয়ে কাজে আসি।

বিষয়: আপনার স্মার্টফোনের Data connection অন করা সত্ত্বেও Data চালু না হলে যেভাবে সমাধান করবেন ।

বিস্তারিত: আমরা নেট ব্রাউজ করার জন্য MB কিনি এবং Data Connection চালু করি কিন্তু মাঝে মাঝে আমাদের Data চালু করলেও নেট চালু হয়না।
অর্থাৎ Cellular Data চালু থাকা সত্ত্বেও ডাটা অন হয় না ফলে নেট ব্রাউজ করতে পারিনি । খুবই বিরক্তিকর অবস্থা। এ অবস্থা থেকে পরিত্রাণ বা সমাধান পেতে আপনি আমার পোস্ট follow করুন…

আপনি হয়ে যাবেন Network বস ……

নির্দেশনাসমূহ:
ধাপ ১: প্রথমে ডাটা বা Cellular ডাটা চালু করুন। এবং নিশ্চিত হোন যে আপনার ডাটা on থাকা সত্ত্বেও নেটওয়ার্ক এ Data চালু হচ্ছে না ।


ধাপ ২: আপনার মোবাইলের settings অপশন এ যান । সেখানে mobile network a প্রবেশ করুন ।


ধাপ ৩: APN বা Access Point Names এ প্রবেশ করুন। প্রবেশ করার পর যে SIM থেকে নেট চালাবেন সেই সিমে ক্লিক করুন।


ধাপ ৪: এখন নতুন APN সেট করতে হবে তাই (+) চিহ্ন বা যোগ চিহ্নে ক্লিক করুন ।


ধাপ ৫: এবার গুরুত্বপূর্ণ বিষয় বলব তাই মন দিয়ে পড়ুন।
উপরের বক্সে অর্থাৎ Name এর ঘরে যেকোন নাম দিতে পারেন সমস্যা নেই তবে যেই সীম ব্যবহার করছেন সেটা দেয়াই ভালো ।
Example:
বাংলালিংক হলে blweb
রবি হলে robiweb
এয়ারটেল হলে airtelweb ইত্যাদি ।

ধাপ ৬: APN এই বক্সে লিখুন internet ( অবশ্যই ছোট হাতের)।
যেকোন সীম হলেও internet লিখবেন ।


ধাপ ৭: কাজ শেষ তাই save দিন ।

ধাপ ৮: এখন দেখুন যেটি মাত্র তৈরি করলেন সেটি দেখা যাচ্ছে । সুধু ক্লিক করে enable করে দিন।

ধাপ ৯: এখন কিছুক্ষণ অপেক্ষার পালা।
অপেক্ষা করুন,,,,,,,,,,,,,,,,,,,,,,,

বিশেষ দ্রষ্টব্য: এভাবে করার পরেও না হলে দয়া করে মোবাইলটি একবার off করে on করুন …..

আমার বক্তব্য: আমার instruction সঠিকভাবে follow করলে শতভাগ নিশ্চয়তা দিচ্ছি আপনার সমস্যার সমাধান হবেই ইনশাল্লাহ ।

পরে বুঝতে কষ্ট হলে ভিডিও রয়েছে ফুল HD….
বুঝতে বাধ্য হবেন নিজেই ??

Video:
যদি একটুও উপকার পেয়ে থাকেন তবে চাইলে আমার চ্যানেলটি Subscribe করে রাখতে পারেন । আমি আশা করতেই পারি আপনার Subscription যদি উপকৃত হয়ে থাকেন ।

Channel: Know For Share

কোনো প্রশ্ন, মতামত ও অনুরোধ জানাতে কমেন্ট করুন…

পরবর্তী ভিডিও পেতে stay with me ….

Exit mobile version