টাইটেল দেখে হয়ত অনেকেই বুঝে ফেলেছেন
যে আমি কি বোঝাতে চেয়েছি। হ্যা আমরা এখন
থেকে আমাদের প্রাইভেট ভিডিও mx player দিয়ে
প্লে করবো আর সেটি অন্য কোথাও শো করবে না।
আর আমরা তো জানি mx প্লেয়ার এ ভিডিও হাইড
করা যায়। তাই আর কারো সন্দেহ করার প্রশ্নই আসে না।
তো চলুন কাজে নেমে পড়ি।
এর জন্য আমাদের তো mx player লাগবেই তার
সাথে es file explorar বা es file explorar pro লাগবে।
নিচে play store link দিলাম
es file manager
mx player
এবার শুরু করা যাক;
১ম এ আপনি ex file explorar এ গিয়ে যে ভিডিও টি
নিয়ে কারসাজি করতে চান সেটি আলাদা folder এ রাখুন।
মনে করুন আমি এই folder এর ভিডিও
টা নিয়ে কাজ করবো।
এরপর ওই ভিডিও এর উপর চেপে ধরে rename
অপশন এ চাপ দিন নিচের স্ক্রিনশর্টের মতো।
ex file explorar এ এখানে
ex file explorar pro এ এখানে
এরপর ফাইল এর নাম ইচ্ছামতো দিন অথবা আগের
মতোই রাখুন। তবে file extension অর্থাৎ শেষ ডট(.)
এর পর mp4,qvg,mpeg,avi ইত্যাদি যেটা থাকবে সেটা মুছে
দিয়ে অন্য কিছু আনকমন দিন। যেমন আমি আমার
নাম টাই দিলাম।
দেখেন সেটার লোগো অন্যরকম হয়ে গেছে।
তারপর ওকে দিয়ে বেরিয়ে আসুন।
এবার mx player এ ঢুকুন।
উপরে ডানপাশের কোণায় ৩ডট এ চাপুন।
তারপর সেটিং আইকন এ চাপ দিন।
সবার উপরে list এ ক্লিক করুন।
নিচের দিকে file extensions এ ক্লিক করুন।
নিচে ADD এ ক্লিক করুন।
সেই ভিডিও rename এর সময় শেষে দেওয়া ফরমেট টি
লিখুন যেমন আমি আমার নাম দিয়েছিলাম।
এখন ওকে দিয়ে ব্যাক এ গিয়ে একবার
ভিডিও গুলো রিফ্রেশ মারুন।
তারপর দেখুন আপনার সেই ভিডিও শো করছে
যা অন্য কোথাও ভিডিও হিসেবে পাবেন না।
এখানে লুকিয়ে রাখবোঃ
এবার এখান থেকেও ভিডিও টি লুকিয়ে রাখার জন্য
ওই folder এর উপর চেপে ধরে hide এ ক্লিক করে ওকে দিন।
আরে ভাই টেনশন নাই।
এবার আবার খুজে আনার জন্য পূর্বের মতো সেটিং এ
গিয়ে list পর্যন্ত যান এবং Folder লেখায় ক্লিক করুন।
আপনার সেই ফোল্ডার টি মার্ক করে নিচে show লেখায় চাপ দিন।
ব্যাস আবার ব্যাক এ এসে রিফ্রেশ দিন
আপনার ভিডিও হাজির।
এখন আপনি হয়তো ভাবছেন app ব্যবহার করেই
তো এটা করতে পারি। আর আমার উত্তর হলো
“সন্দেহ বাবা সন্দেহ” আর আমরা ট্রিকবিডি ইউজাররা তো সবার থেকে আলাদা হবোই।???