Site icon Trickbd.com

(Mega post) কিভাবে যে কোন Android গেম হ্যাক বা মড করবেন।।।

আজকের পোস্ট এর টাইটেল দেখে বুঝতে পারছেন যে আজ কি নিয়ে তো বেশি কথা না বলে শুরু করি।

আমরা আজ মুলত Lib ফাইল দিয়ে গেম হ্যাক করব। এই মেথড এ অধিকাংশ গেম ই হ্যাক করা সম্ভব তবে UNITY গেম হ্যাক করার মেথড ভিন্ন। ওইটা নিয়ে আগামী তে পোস্ট করব। আজকের পোস্ট এর হ্যাক এর জন্য আমরা IDA Pro. ব্যবহার করব। এবং Value এডিট করার জন্য HEXden ব্যবহার করব।

যাযা লাগবে :

IDA Pro : IDA Cracked by me… Password: devsbd.xyz

Hexden: HXD

Arm Asm converter: Converter

Apk Easy tool/ Apk tool: Easy Tool / APK Tool

আজ এই হ্যাক এর জন্য আমরা Hill Climb Race গেম ব্যবহার করবো।

Process :

প্রথমে আমরা অ্যাপ টি Decompile করবো। এর জন্য আমি Apk Easy Tool ব্যবহার করবো Apk Easy Tool উপর থেকে ডাউনলোড করার পর ইন্সটল করে চালু করুন।

Select Apk সিলেক্ট করুন এবং যে APK Decompile করতে চান ওইটা সিলেক্ট করুন।

আমার ক্ষেত্রে আমি Hill Climb Race সিলেক্ট করবো।

Decompile এ ক্লিক করুন।

এখন Decompiled Apk directory ক্লিক করুন।

এখন lib/armeabiv7/ ফোল্ডার এ গিয়ে libgame.so সিলেক্ট করবো কারন এইটি এই গেম এর কোর ফাইল। এই ফাইল আমরা IDA Pro দিয়ে ওপেন করব।

উপরের SS এর মত Option গুল টিক করে OK ক্লিক করুন।

এর পর হলুদ ICON সবুজ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

এর পর উপরের SS এর মত Strings Window ওপেন করুন।

এখন Quick Filter এ ক্লিক করুন বা CTRL + F চাপুন।

এখন ফাকা ঘরে জা হ্যাক করতে চান সেটা লিখুন আমারা Gems হ্যাক করবো তাই Gems লিখবো।

এবার Gems লেখা স্থানে ডাবল ক্লিক করুন।

উপরের SS এ মার্ক করা স্থানে ডাবল ক্লিক করুন।

এই মার্ক করা স্থান হল আমাদের Gems এর ফাংশন।

ওই ফাংশন এ লক্ষ করলে দেখতে পাবেন যে একটা লাইন এ আছে

STR R0, R3

এর মানে হল R3 তে R0 অর্থ হল 0 কিন্তু যদি আমরা Gems এর পরিমান বারাতে চাই তাহলে আমাদের R0 কে R7 এর সাথে রিপ্লেস করতে হবে এতে Gems এর 0 এর জাগায় 268 মিলিয়ন যোগ হবে।

এখন Arm Asm converter ওপেন করুন

এবং অই লাইন টা কপি করে Converter এ পেস্ট করুন।

R0 কে R7 বানাবেন এবং Convert এ ক্লিক করুন।

4 byte এর Value টা আমাদের লাগবে।

অই লাইন এর উপর মাউস ক্লিক করে Hex View Windows তে ক্লিক করুন এবং সবুজ মার্ক করা লাইন টা হল অই লাইন টা। অই লাইন এর প্রথম থেকে Address টা কপি করুন। 

এখন Hex এডিটর টা ওপেন করুন এবং Ctrl+G চেপে অই Address টা পেস্ট করে Go ক্লিক করুন। Hex editor আর IDA এর সাথে মিলিয়ে নিয়ে Converter থেকে 4 byte টা কপি করে Hex Editor এ পেস্ট করে দিবেন।

 

Hex editor আর IDA এর সাথে মিলিয়ে নিয়ে Converter থেকে 4 byte টা কপি করে Hex Editor এ পেস্ট করে দিবেন।

Coin এর ক্ষেত্রেও একই ভাবে ফাংশন খুজে বের করুন এবং একই ভাবে এডিট করুন।

এখন Hex editor থেকে ফাইল টা সেভ দিয়ে দেন।

এখন Compile এ ক্লিক করে অপেক্ষা করুন।

Compile হয়ে গেলে Apk ইন্সটল করুন।

দেখুন আমাদের গেম হ্যাক হয়েছে।

 

 

আজ এই পর্যন্ত আগামী দিন আপনাদের Mini Militia হ্যাক করে দেখাবো।

 

Note: এই ভাবে অধিকাংশ গেম হ্যাক হবে তবে Unity গেম হ্যাক ভিন্ন ভাবে করতে হয়।